রাজ্য

তৃণমূলের হয়ে ব্যাট ধরছেন মনোজ তিওয়ারি! বিজেপি’র হয়ে বল করতে আসছেন জাতীয় দলের এই ক্রিকেটার! কে? দেখে নিন

দু’জনেই ঘনিষ্ঠ বন্ধু। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন দুজনেই। বাংলার হয়ে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন দু’জনেই। আর এবার রাজনীতির আঙিনায় দু’জনেই লড়বেন বলে খবর। কিন্তু বিরুদ্ধ দলের হয়ে।

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হুগলির ডানলপের সভায় তৃণমূলে যোগদান করবেন বাংলার ক্রিকেট মনোজ তিওয়ারি।

অন্যদিকে তাঁকে বল করতে বিজেপির হয় মাঠে নামার সম্ভাবনা রয়েছে ফাস্ট বোলার অশোক দিন্দা’র।

চলতি মাসেই নিজের দীর্ঘ ২১ বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারে ইতি টেনেছেন দিন্দা। সদ্য ক্রিকেটকে অবসর জানানোর পর রাজনীতিতে আসবেন কিনা, সেই নিয়ে হালকা আভাসও দিয়ে রেখেছেন তিনি।

গত মরশুমেই ক্রিকেটে রাজনীতির শিকার হচ্ছেন বলে গুরুতর অভিযোগ তুলেছিলেন এই বোলার। ছাড়েন বাংলার দল। কোচ অরুণ লাল আর বোলিং কোচ রনদেব দাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এরপর তিনি গোয়ায় চলে যান। সেখানকার হয়ে জানুয়ারি মাসে সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলেন।

এরপরই বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন উস্কে, অশোক বলে ওঠেন, অনেক কিছু করার বাকি আছে এখনও। তবে এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। শুভেন্দু অধিকারী আমার জেলারই লোক। এর আগে অনেক অনুষ্ঠানে দেখা হয়েছে ওঁর সঙ্গে। এখন যদি উনি ডাকেন, তাহলে আমি নিশ্চয়ই যাব l

অশোক দিন্দা’র এমন বক্তব্যের পর থেকেই তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনা ক্রমশ বেড়েছে। এমনকি একটি সূত্রের দাবি, রাজনীতিতে যোগদান করা উচিত কিনা সেই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শও নিয়েছেন দিন্দা। শেষ পর্যন্ত অশোক দিন্দা রাজনীতিতে যোগদান করেন কিনা তা আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Back to top button
%d bloggers like this: