রাজ্যবিনোদন

‘ওঁর সিনেমা নিয়ে পড়াশোনা নেই’, ‘প্রজাপতি’ প্রসঙ্গে মিঠুনকে ফ্লপ অভিনেতা বলায় কুণালকে পাল্টা তোপ খোদ দেবেরই

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) নাকি ফ্লপ অভিনেতা। তাঁকে কোনও ছবিতে নেওয়া মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া। দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ (Prajapoti) ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা তথা বিজেপি নেতার সম্পর্কে এমনই মন্তব্য করেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এবার তাঁকে পাল্টা তোপ দাগলেন তাঁরই দলের সাংসদ তথা অভিনেতা দেব।

নন্দনে জায়গা পায়নি দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘প্রজাপতি’ এই নিয়ে টুইট করেছিলেন দেব নিজে। এই প্রসঙ্গ নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবী রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এমন সিদ্ধান্ত। অন্যদিকে, কুণালের মতে, তিনি নাকি শুনেছেন যে দেব মুখে কিছু বলতে পারছেন না। তবে মিঠুন চক্রবর্তীকে ছবিতে নেওয়াটা তাঁর জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এমনকি, মিঠুনকে ফ্লপ অভিনেতা বলে দেগে কুণাল বলেন যে তাঁর জায়গায় পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিলে ভালো হত।

এবার কুণালের এহেন মন্তব্যের পাল্টা দিলেন দেবও। এক সংবাদমাধ্যমে অভিনেতা তথা সাংসদ বলেন কুণালদা তাঁকে স্নেহ ঠিকই কিন্তু সিনেমা নিয়ে হয়ত তাঁর পড়াশোনা নেই। তিনি এও স্পষ্ট জানান যে কাউকে অসম্মান করে বা ছোটো করে তিনি কিছু বলতে চান না। তবে সিনেমার বিষয়টা তাঁর উপর ছেড়ে দেওয়াই ভালো বলে মত অভিনেতার।

দেবের কথায়, বিজেপি বা অন্য কেউ কী বলবে বা বলবে,তা তাঁর হাতে নেই। তবে তাঁর হাতে যেটা রয়েছে, তা হল শুটিং সেটে মিঠুন যাতে এমন কিছু না বলেন যাতে তাঁর দলের অসম্মান হয়। এমনটা হলে তিনি নিজেই কাজ ছেড়ে দিতেন। দেব এও জানান যে মিঠুনের সঙ্গে তাঁর সম্পর্ক বাবা-ছেলের মতোই।

কুণালকে একহাত নিয়ে দেব বলেন যে মিঠুনের এই ছবিতে চরিত্রটা হয়ত অন্য কেউ করলে ভালো হত, এমন অনেকের মনে হতেই পারে। তবে একজন প্রযোজক হিসেবে তাঁর সবথেকে বেশি মিঠুনকেই যোগ্য বলে মনে হয়েছে। দেবের আর্জি, খামকা বিতর্ক তৈরি করে যাতে ছবিটার ক্ষতি না করা হয়।

Back to top button
%d bloggers like this: