‘দেশীয় প্রযুক্তিতে অনেক অধ্যাবসায় করে তৈরি হয়েছে, বাংলা আদৌ সেমি বুলেট ট্রেনের জন্য প্রস্তুত’? বন্দে ভারতে ফের হামলা প্রসঙ্গে প্রশ্ন দিলীপের

গত দু’দিনে দু’বার পাথর হামলা হল বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উপর। গত সোমবার হামলা হয় মালদহ স্টেশনের কাছে ও গতকাল, মঙ্গলবার হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে। গতকালের পাথর হামলার জেরে ট্রেনের সি৩ ও সি৬ কোচের জানলার কাচ ভেঙে যায়। এবার এই নিয়ে সরব হয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) প্রশ্ন তুললেন যে বাংলা কী আদৌ সেমি বুলেট ট্রেন (semi-bullet trains) পাওয়ার জন্য তৈরি?
আজ, বুধবার নিউটাউনে প্রাতঃভ্রমণে গিয়ে এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে অধ্যাবসায় দিয়ে আমরা এই সেমি বুলেট ট্রেন তৈরি করেছি। এ রাজ্যের মানুষ কি সেটা নেওয়ার জন্য তৈরি? কী তাদের মানসিকতা”?
তাঁর সংযোজন, “এই মানসিকতা নিয়ে আমরা কি বাকি দেশ, বাকি দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব? যাঁরা করছেন, তাঁদের কিছু লোক উৎসাহ দিচ্ছে। আমাদের রাজ্যকে বদনাম করছে। রাজ্যের উচিৎ ব্যবস্থা নেওয়া”।
নতুন বছরের শুরুতেই যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু পরপর দু’দিন ট্রেনের উপর হামলার ঘটনায় গর্জে উঠেছে বিরোধী শিবির। গতকালই দিলীপ প্রশ্ন তুলেছিলেন যে “বন্দে ভারত এক্সেপ্রেসে লাগাতার হামলার ঘটনায় তৃণমূল সরকারের ইন্ধন নেই তো”?
অন্যদিকে, এই হামলার ঘটনায় রাজনৈতিক অভিসন্ধির আঁচ পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবী তোলেন তিনি। একটি টুইট বার্তায় শুভেন্দু লেখেন, “দুর্ভাগ্যজনক এবং অসুস্থ। পশ্চিমবঙ্গের মালদা জেলায় ভারতের গর্ব বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়েছে। উদ্বোধনের দিনে ‘জয় শ্রীরাম’ স্লোগানের প্রতিশোধেই কি এই কাজ? আমি প্রধানমন্ত্রীর দফতর এবং রেল মন্ত্রকের কাছে আবেদন জানাচ্ছি যাতে এনআইএ-কে এই ঘটনার তদন্তভার দেওয়া হয় এবং দোষীদের কড়া সাজা দেওয়া হয়”।
এই ঘটনার তীব্র নিন্দা করে দিলীপ ঘোষ বলেন, “এই দ্রুতগতির ট্রেনটি দেশের গর্বের। তবে দুর্ভাগ্যের বিষয় এখন পরিষেবা বন্ধ করার চেষ্টা চলছে। আর এটা হচ্ছে বাংলাতে”।
অন্যদিকে, এইও বিষয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেনের বক্তব্য, “মালদা, তার আগে জলপাইগুড়ি, তার আগে উত্তরপ্রদেশ, তার আগে গুজরাট। বন্দে ভারতের উপর যা হচ্ছে তা অন্যায়। কারণ রেল জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ যারা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা উচিত। আর বিজেপি তো শকুনের রাজনীতি করছে। যা ঘটেছে তা অন্যায়, কিন্তু তার থেকেও বড় অন্যায় এটা নিয়ে রাজনীতি করা”।