রাজ্য

সবই ড্রামা, ভয় পেয়েছেন উনি, উঠল বাই তো কটক যাই’, মমতার ফের ওড়িশা সফর নিয়ে খোঁচা দিলীপের

আজ, মঙ্গলবার ফের ওড়িশায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুবনেশ্বর ও কটক যাবেন তিনি। তাঁর এই সফরকে এবার কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। কোনও কারণ ছাড়াই মমতা কটক যাচ্ছেন বলে দাবী দিলীপের। তাঁর কথায়, ইডি তাঁর ভাইপোর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে। সেই ভয়ে সব গুলিয়ে ফেলছেন মমতা।

বালেশ্বরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় বাংলার অনেকেই এখন ভুবনেশ্বর ও কটকের হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও সেখানকার হাসপাতালের মর্গে পড়ে রয়েছে অজ্ঞতা পরিচয়ের মৃতদেহ। আহতদের সঙ্গে দেখা করতে ও অজ্ঞতা পরিচয়ের দেহ শনাক্ত করতে আজ, মঙ্গলবার ওড়িশা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর সেই সফরকেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “সবই ড্রামা। কটক কেন? দার্জিলিং গেলেন না কেন! জানা থা জাপান পৌঁছ গ্যয়ে চিন! ক্যায়া মতলাব হোতা হ্যায়”। একইসঙ্গে তাঁর প্রশ্ন, “কটক কেন যাচ্ছেন”?

অন্যদিকে আবার গতকাল, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়া থেকে আটকানো হয়। এদিন বিমানবন্দরে তাঁকে আটকায় অভিবাসন দফতর। এর কিছু ঘণ্টা পরই রুজিরাকে কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়ে দফতরে তলব করেছে ইডি। এই তলবেই মমতা ভয় পেয়েছেন বলে দাবী দিলীপের। তিনি বলেন, “বউমার ডাক পড়েছে। এখন ঘর,সংসার সব জেলে হবে। সেই ভয়ে সব ঘেঁটে গিয়েছে। কী বলছেন ঠিক নেই, কোথায় যাচ্ছেন ঠিক নেই”।

এদিকে, স্ত্রী রুজিরাকে ইডি তলব করায়, তা নিয়ে বেশ ক্ষোভ জারি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন যে তিনি মাথানত করবেন না। এই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, “যত সময় এগোচ্ছে আওয়াজ তত জোরে হচ্ছে। চিৎকার হচ্ছে। বড় বড় কথা বলছে। কেন বলুন তো? যখন ভয় পায় তখন লোকে চিৎকার করে। ভূতের ভয় পেলে বেশি চিৎকার করে গান গায়। তাই যত ভয় পাচ্ছে তত চিৎকার বাড়ছে। অপেক্ষা করুন, কে কাকে গ্রেফতার করে। সময় চলে আসছে”।

অন্যদিকে, নন্দীগ্রামে পদযাত্রা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পুরষ্কার হিসাবেই তাঁর স্ত্রীকে তলব করা হয়েছে বলে মন্তব্য করেন অভিষেক। আগামী দিনে বিজেপিকে গঙ্গায় বিসর্জন দেবেন বলেও সুর চড়ান তিনি। এই মন্তব্যের প্রেক্ষিতে মেদিনীপুরের সাংসদের পাল্টা চ্যালেঞ্জ, “‌জীবনে প্রথম হাঁটাহাঁটি করছেন। সবে তো একটু ঘাম বেরিয়েছে। রোদে একটু মুখটা পুড়ুক! তাহলে রাজনীতি বোঝা যাবে। আপনি কার জন্য হাঁটছেন? নিজের ভবিষ্যতের জন্য! নিজের পার্টির জন্য হাঁটছেন। তাতে জনগণের কি যায় আসে। যান গঙ্গাস্নান করে আসুন। যা পাপ করেছেন ধুয়ে যাবে। বিজেপিকে বিসর্জন দেওয়ার মতো কোনও বাপের ব্যাটা এখনও জন্মায়নি”।

Back to top button
%d bloggers like this: