রাজ্য

বাংলায় আটকে বর্ষা, গোটা সপ্তাহ ধরে রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা, চাঁদিফাটা গরমে পুড়বে বাংলা, কবে মিলবে বৃষ্টির দেখা?

জ্যৈষ্ঠ মাস প্রায় শেষের পথে। তবে ত্বক জ্বালানো গরম থেকে স্বস্তি পাওয়ার কোনও আশা শোনাতে পারল না আবহাওয়া দফতর। শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিই নয়, আগামী ৪ দিন রাজ্যের ১৪টি জেলায় চলবে তাপপ্রবাহ। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের তিন জেলাও। এমন প্যাচপ্যাচে গরমেই দিন কাটাতে হবে এখন বঙ্গবাসীকে কারণ এখন বর্ষার দেখা মিলবে না রাজ্যে।

আজ ৬ জুন তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এদিকে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। এর জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 

৮ জুনও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে সেদিনও হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি থাকবে সেদিন।

সাধারণত, ১ জুন কেরলে ঢুকে পড়ে মৌসুমি বায়ু। এবার মৌসম ভবন আগেই জানিয়েছিল যে মৌসুমি বায়ু ঢুকতে একটু দেরি হবে। বলা হয়েছিল, কেরলে ৪ জুন বর্ষার যাত্রা শুরু হবে। কিন্তু কোথায় কী! জুনের ৬ দিন পেরিয়ে গেলেও, বর্ষার বৃষ্টির লেশমাত্র নেই পশ্চিম উপকূলে। মৌসম ভবনের পূর্বাভাস, পরিস্থিতি পুরোপুরি অনুকূল হতে আরও অন্তত ১-২ দিন লেগে যেতে পারে।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বর্তমানে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ুর এগিয়ে যাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে সাগরে। আরব সাগরে একটি নিম্নচাপ অঞ্চলের ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই আবহে বর্ষা আগমনে বিলম্ব ঘটবে। 

বর্তমানে দক্ষিণ আরব সাগর, মালদ্বীপ এবং কোমোরিন এলাকার দিকে এগিয়ে এসেছে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। দক্ষিণ বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপরও বিরাজ করছে মৌসুমী অক্ষরেখা। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষরেখার উত্তর সীমা রয়েছে লাক্ষাদ্বীপ এবং কেরলের দক্ষিণপশ্চিম দিকে। এর জেরে আন্দামান, কেরল, দক্ষিণ কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Back to top button
%d bloggers like this: