WB Election 2021: ‘দুর্নীতি করিনি, তাও বাদ দেওয়া হল’, নির্বাচনে টিকিট না পাওয়ায় অভিমানী খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস

কথা মতোই কাজ হয়েছে। আজই তৃণমূলের প্রার্থি তালিকা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গিয়েছে, এবারের নির্বাচনে বেশ কিছু নতুন মুখ এনেছে তৃণমূল। শুধু তাই-ই নয়, এই নির্বাচনে তৃণমূলে লেগেছে তারকার হাওয়া। প্রচুর তারকার সমাগম লক্ষ্য করা গিয়েছে তৃণমূলের প্রকাশ করা এই প্রার্থী তালিকায়।
তবে একদিকে যেমন নতুন মুখ এসেছে, তেমনিই অন্যদিকে অনেক পুরনো প্রভাবশালী মুখকে প্রার্থী তালিকা থেকে বাদও দেওয়া হয়েছে। এদের মধ্যেই একজন হলেন খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস। বসিরহাট দক্ষিণের বিধায়ক ছিলেন তিনি। কিন্তু এবছর তাঁকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর বদলে এই কেন্দ্র থেকে এবার প্রার্থী করা হয়েছে ডঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে তৃণমূল সুপ্রিমোর উপর অসন্তোষ প্রকাশ করলেন দীপেন্দু।
আরও পড়ুন- বিজেপির জালে মমতা! নন্দীগ্রামে শুভেন্দু, ভবানীপুরে বাবুল, চিন্তার ভাঁজ ঘাসফুলের কপালে
তাঁর কথায়, “আমি তো ফুটবলার, তাই পারফর্ম্যান্সে বিশ্বাসী। আর আমি তো কোনও দুর্নীতি বা কেলেঙ্কারিতেও যুক্ত নই, তাহলে কেন আমায় বাদ দেওয়া হল বুঝতে পারলাম না”।
বিধায়ক থাকাকালীন দলনেত্রীর হয়েও প্রচুর কাজ করেছেন দীপেন্দুবাবু। সেখানকার ঘরের ছেলে তিনি। এমনকি, গত লোকসভা নির্বাচনে বসিরহাটে নুসরত জাহানকে জেতানোর পিছনে বড় অবদান ছিল তাঁর। বসিরহাটের দলের দায়িত্বে থেকে সংগঠনকে আরও বেশি মজবুত করেন দীপেন্দু। তাই প্রার্থী তালিকায় তাঁর নামই বাদ পড়ায় হতবাক তাঁর পরিবার ও পাড়ার সকলেই।
আরও পড়ুন- তালিকা থেকে বাদ পড়লেন অনেকেই, সিঙ্গুরের মাস্টারমশাইও নেই তালিকায়
এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা মিলেছে প্রচুর টলিউড তারকার নাম। সেই তুলনায় খেলোয়াড় প্রার্থী মোটে দু’জন। বেশ কিছু পুরনো সদস্য বাদ গিয়েছেন। তৃণমূলের তরফে আগেই বলা হয় যে আশির ঊর্ধ্ব কোনও ব্যক্তিকে এবারে টিকিট দেওয়া হবে না। এমনকি, সিঙ্গুর থেকে বাদ পড়েছেন মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যও।