WB Election 2021: তালিকা থেকে বাদ পড়লেন অনেকেই, সিঙ্গুরের মাস্টারমশাইও নেই তালিকায়

কিছুক্ষণ আগেই আসন্ন নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক নতুন মুখ তালিকাভুক্ত হলেও বেশ কিছু প্রভাবশালী নেতা বাদ পরেছেনেই তালিকা থেকে।
এদের মধ্যে রয়েছেন মন্ত্রী পূর্ণেন্দু বসু ও অমিত মিত্র। এবারের বিধানসভা নির্বাচনে লড়বেন না সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তাঁকে নির্বাচনী তালিকা থেকে দূরে রাখা হয়েছে। এছাড়াও বাদ পড়েছেন বিধায়ক জটু লাহিড়ী, সমীর চক্রবর্তী, অমল আচার্য ও আরও অনেকেই।
আরও পড়ুন- বিজেপির জালে মমতা! নন্দীগ্রামে শুভেন্দু, ভবানীপুরে বাবুল, চিন্তার ভাঁজ ঘাসফুলের কপালে
তৃণমূলের তরফে আগেই বলা হয়েছিল যে আশির ঊর্ধ্বে ব্যক্তিদের এবারের নির্বাচন তালিকা থেকে বাদ দেওয়া হবে। সেই অনুযায়ী কাজ করলেন তৃণমূল সুপ্রিমো। এছাড়াও, অন্যান্যকে অনেক কারণেও টিকিট দেওয়া হয়নি। তবে মুখ্যমন্ত্রী জানান, সরকার গড়ে তিনি বিধান পরিষদ গঠন করবেন। যাঁদের এবারে টিকিট দেওয়া হয়নি, তাঁদের বিধান পরিষদের সদস্য করে আনা হবে, এমনও জানিয়েছেন মমতা।