WB Election 2021: বিজেপির জালে মমতা! নন্দীগ্রামে শুভেন্দু, ভবানীপুরে বাবুল, চিন্তার ভাঁজ ঘাসফুলের কপালে

কথা ছিল, আজ শুক্রবারই বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে ভালোভাবে সবদিক বিচার করতে তবেই মাঠে নামতে চাইছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এবারের বিধানসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হল নন্দীগ্রাম। এই কেন্দ্র নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চায় বিজেপি।
এর আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েই দিয়েছিলেন যে তিনি এই কেন্দ্র থেকে প্রার্থী হতে চান। অন্যদিকে, সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীও শীর্ষ নেতৃত্বের কাছে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আগে শুভেন্দু মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন যে নন্দীগ্রাম কেন্দ্র থেকে তিনি মমতাকে আধ লাখ ভোটে হারাবেন। সেই কারণেই এই কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে চান তিনি। এমনিও নন্দীগ্রাম শুভেন্দুর গড় বলেই পরিচিত। তাই এই কেন্দ্রে ভোটে দাঁড়াতে শুভেন্দু বেশ আত্মবিশ্বাসী, তিনি এও জানান শীর্ষ নেতৃত্বকে।
আরও পড়ুন- ভোট বাংলায় অনুব্রত মণ্ডলকে গৃহবন্দি করার দাবী, নির্বাচনী আধিকারিককে চিঠি দিল ভোটকর্মীরা
অন্যদিকে, প্রশ্ন উঠেছে মমতার অন্য একটি প্রধান কেন্দ্র ভবানীপুর নিয়েও। সেখানেও তিনি নিজেই প্রার্থী হবে, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই মমতার বিরুদ্ধে এই কেন্দ্রে বিজেপির কোনও প্রভাবশালী প্রার্থীকেই দাঁড় করাতে চায় গেরুয়া শিবির। তাই এই কেন্দ্রের জন্য উঠে এসেছে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র নাম। বলা যেতে পারে, তৃণমূল সুপ্রিমো এখন বেশ ফাঁপরেই পড়েছেন, কারণ একদিকে তাঁকে লড়তে হবে নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর সঙ্গে আবার অন্যদিকে তাঁর নিজের কেন্দ্র ভবানীপুরে লড়তে হতে পারে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে।
এই গুরুত্বপূর্ণ দুটি আসন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রাজ্যের আরও ১৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্র নিয়ে আলোচনা বৈঠক হয়েছে বিজেপিতে।
আজই রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দুটি পর্বের প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে। জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার রাতেই দিলীপ ঘোষ ও মুকুল রায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে উড়ে যান দিল্লি। কিন্তু সেই তালিকা দেখে মেজাজ হারান অমিত শাহ। রাতেই এই নিয়ে ফের বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।