রাজ্য

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল, পঞ্চায়েত সমিতির সভাপতিকে ‘গদ্দার’ বলে কটাক্ষ জেলা তৃণমূল সভাপতির

সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলিই চেষ্টা চালিয়ে যাচ্ছে কীভাবে নিজেদের জমি আরও শক্ত করা যায়। কোমর বেঁধে প্রচার চালাচ্ছেন তাবড় তাবড় নেতারা। কিন্তু এসবের মধ্যেই বারবার সামনে আসছে শাসক দলের অন্তর্দ্বন্দ্বের ঘটনা। আর এর জেরে বেশ অস্বস্তিতে শাসক দল। এবার ফের পঞ্চায়েত সমিতির সভাপতিকে গদ্দার বলে কটাক্ষ করতে শোনা গেল জেলা তৃণমূল সভাপতিকে যা নিয়ে চর্চা শুরু হয়েছে মুর্শিদাবাদের রাজনীতিতে।

প্রসঙ্গত, গত ৪ঠা ডিসেম্বর মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লকের গুধিয়া বকুলতলা মোড়ে সভা করেছিলেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। সেই সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নুর সালিম বেগম থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান-সহ নানান নেতৃত্বরা। এলাকায় আবু তাহের খান ঘনিষ্ঠ বলে পরিচিত নুর সালিম বেগমকে এবার গদ্দার বলে কটাক্ষ করলেন জেলা সভাপতি শাওনী সিংহ রায়।

আবু তাহের খানের সভা করার ঠিক ৯ দিনের মাথায় গুধিয়া বকুলতলা মোড়েই সভা করলেন শাওনী সিংহ রায়। এই এদিনের সভা থেকে তিনি বলেন, “আমি আর লজ্জা দিচ্ছি না। ২০২১ সালের পর রাতের পর রাত আমার বাড়ি গিয়েছ তোমরা। দিদি একটু দেখুন, দিদি একটু দেখুন বলেছিলে। আমি মহিলা তো। বলে নাকি মেয়েদের মন নরম হয়। আমি বলেছিলাম যা করেছিস করেছিস। তোদের ভুল হয়েছে। রাস্তা পরিষ্কার হলেও কোথাও কোথাও ধুলো থাকে। আমার মন পরিষ্কার হলেও কোথাও ধুলো তো আছে। নাহলে কী আর এই গদ্দারদের বিশ্বাস করে বলি, ঠিক আছে, সময় আসুক আমি দেখব! নাহলে কী আর এই গদ্দারদের বিশ্বাস করে কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে তার জন্য লড়াই করেছিলাম”।

বলে রাখি, একুশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভায় তৃণমূলের হয়ে ভোটে লড়েছিলেন শাওনি সিংহ রায়। সেই সময় পঞ্চায়েত সমিতির সভাপতি নুর সালিম বেগম তাঁর বিরোধিতা করেছিলেন। এরপর থেকেই তাদের মধ্যেকার সংঘর্ষ বারবার সামনে এসেছে। একুশের বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে বড় ব্যবধানে জিতেছিল বিজেপি। এর জেরে আরও চাপ বাড়ে শাসকদলের। অন্যদিকে আবার শাওনি  সিংহ রায় জেলা সভাপতি হওয়ার পর তাঁর অনুমাগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা নাকি নুর সালিম বেগমের বাড়িতে হামলা করেছে। এর জেরে দু’পক্ষের সংঘর্ষ এখন চরমে।

Back to top button
%d