রাজ্য

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে কমবে তাপমাত্রা, ডিসেম্বরের মাঝামাঝি থেকেই স্বমহিমায় ফিরবে শীত

উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। শনিবার পর্যন্ত দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সিকিমে বৃষ্টির সঙ্গে হবে তুষারপাতও। অন্যদিকে, দক্ষিণবঙ্গে আগামীকাল, বৃহস্পতিবার থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। সপ্তাহের শেষে বেশ ভালোই তাপমাত্রার পারদ নেমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, এখন কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গে সকালে কুয়াশা থাকবে আর বেলা বাড়তে পরিষ্কার আকাশ দেখা যাবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা তাপমাত্রা একইরকম থাকবে, স্বাভাবিকের ওপরে বা স্বাভাবিক। রাতের তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না বলেই খবর। তবে বৃহস্পতিবারের পর থেকে ধীরে ধীরে নামতে থাকবে তাপমাত্রা। কলকাতা-সহ জেলায় জেলায় শীতের আমেজ উপভোগ করা যাবে।

আবহবিদদের মতে, আগামী সপ্তাহের প্রথমের দিকে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নীচে নেমে যেতে পারে। অন্যদিকে, জেলায় জেলায় তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রির নীচে। ডিসেম্বরের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে বেশ ভালোই শীত পড়ে যাবে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।

আজ, বুধবার কলকাতার আকাশ পরিষ্কার। সকালের দিকে কুয়াশা থাকলেও এখন রোদ ঝলমলে চারিদিক। এদিন সকালে সর্বনিম্ন পমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে ৩৯ থেকে ৯৮ শতাংশ।

আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিম এবং দার্জিলিংয়ে বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। এর প্রভাব সরে যেতেই তাপমাত্রা কমতে শুরু করবে উত্তর-পশ্চিম ভারতে। আগামী কয়েক দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ২৪ ঘণ্টা পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে মধ্য ভারত এবং পূর্ব ভারতের। মধ্য ভারতের রাজ্যগুলিতে এবং মহারাষ্ট্রে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ৩-৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Back to top button
%d bloggers like this: