রাজ্য

‘বৌকে খু ন করে এসেছি স্যার’, স্ত্রীকে কোপানোর পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন এসএসকেএমের চিকিৎসক

বেশ অনেকদিন ধরেই দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি চলছিল। তবে সবটা মিটিয়ে নিয়ে স্বামীর কাছে ফিরতে চেয়েছিলেন স্ত্রী। গতকাল, শনিবার রাতে স্ত্রীকে বাড়ি ফিরিয়েও আনেন স্বামী। কিন্তু মাঝরাতে ফের বচসা শুরু হয় দু’জনের মধ্যে। এরপরই স্ত্রীকে কুপিয়ে খু ন করলেন স্বামী। তারপর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই বর্তমানে এসএসকেএমে কর্মরত এমডি।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বাগদার মণ্ডপঘাটা এলাকায়। জানা গিয়েছে, বছর দুই আগে বাগদার নীলগঞ্জের বাসিন্দা রত্নতমার সঙ্গে বিয়ে হয় অভিযুক্ত যুবক অরিন্দম বালার। তবে বিয়ের পর থেকেই অশান্তি লেগেই থাকত তাদের মধ্যে। দুই পরিবারের মধ্যস্থতায় সেই বিবাদ তখন মিটে যেত বটে কিন্তু ফের কয়েকদিন পর পর ফের ঝামেলা বাঁধত। এর জেরে গত আটমাস ধরে সেই স্বামী-স্ত্রী আলাদাই থাকছিলেন।

এই ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত অরিন্দমের ভাই অনির্বাণ বালা জানান, “দাদাকে ফোন করে গতকাল বৌদি বাড়িতে আসার কথা জানিয়েছিল। সেই মতো দাদা গিয়ে তাঁকে ফিরিয়ে আনে। রাতে খাওয়ার সময় অবধিও দু’জনের আচরণ ঠিকঠাকই ছিল। পরে ওঁরা উপরের ঘরে ঘুমাতে চলে যাওয়ার পর আর কিছুই জানি না আমরা। সকালে দাদা নীচে নেমে জানায়, সে বৌদিকে মেরে ফেলেছে”।

স্ত্রীকে খু ন করার পর নিজেই বাগদা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত অরিন্দম। পুলিশকে তিনি বলেন, “বৌকে খু ন করে এসেছি স্যার”। খবর শুনেই তড়িঘড়ি অরিন্দমের বাড়ি পৌঁছয় বাগদা থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে খবর, রত্নতমার দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে ধারালো কোনও অস্ত্র দিয়ে কুপিয়ে খু ন করা হয়েছে। অভিযুক্ত অরিন্দমকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Back to top button
%d bloggers like this: