রাজ্য

রাজ্যে প্রতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের বেশি, আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগণা

বর্ষা শুরু হতেই রাজ্যে শুরু হয়ে গিয়েছিল ডেঙ্গুর বাড়বাড়ন্ত। শহর হোক বা শহরতলি বা গ্রামাঞ্চল, সব জায়গাতেই একই চিত্র। গ্রামাঞ্চলে এর প্রকোপ বেশি। গত মাসের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ডেঙ্গুতে আক্রান্ত হওয়া কেসের মধ্যে ৬০ শতাংশই গ্রামাঞ্চলের। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রাজ্যের মধ্যে ডেঙ্গুতে আক্রান্তের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা। তারপর নদিয়া।

কোথায় কত আক্রান্ত?

স্বাস্থ্য় দফতরে রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৫৪২। নদিয়ায় ৪৩১। হুগলিতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৬১। মুর্শিদাবাদে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৫০। কলকাতায় আক্রান্ত ১৩৯। হাওড়ায় ১০৬। দক্ষিণ ২৪ পরগনায় ৬৩। মালদহে ৪৮। পশ্চিম বর্ধমানে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩৫। পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত ৩৫। ঝাড়গ্রামে আক্রান্ত ৩২। পূর্ব বর্ধমানে আক্রান্ত ৩০। চারদিকের হাসপাতালগুলিতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

এর মধ্যে হাবড়ার হাসপাতালে উদ্বেগের ছবি দেখা গেল। হাসপাতালে বেডে মশারি টাঙিয়ে ডেঙ্গু প্রতিরোধের চেষ্টা চলছে। একই বেডে ভর্তি একাধিক রোগী। বর্তমানে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭,৫০০। রিপোর্ট অনুযায়ী, প্রতি সপ্তাহে দেড় হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে।  

রাজ্যে ডেঙ্গু রোধে গত মাসের শেষ থেকে দফায় দফায় বৈঠক করেছে রাজ্য সরকার। রণকৌশল ঠিক হয়েছিল। গ্রাম বাংলায় ডেঙ্গু রোধে মাঠে নেমেছেন নানান দফতরের কর্মীরা। একইসঙ্গে শহরে রেল, বন্দর, প্রতিরক্ষা-সহ কেন্দ্রীয় প্রতিষ্ঠানেও পরিচ্ছন্ন অভিযানে জোর দেওয়া হয়। পাশাপাশি এই মাসেই স্কুল পড়ুয়াদের কাজে লাগিয়ে চলে সচেতনতা প্রচার।

Back to top button
%d bloggers like this: