খোঁজ চলছে শান্তনুর বিশাল সম্পত্তির, গোটা হুগলি জুড়ে অভিযান ইডি আধিকারিকদের, তালা ভেঙে ঢুকলেন তৃণমূল নেতার বাড়ি ও গেস্ট হাউসে

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (teachers recruitment scam) গ্রেফতার হয়েছেন তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। এবার তাঁর বিপুল সম্পত্তির খোঁজে তল্লাশি শুরু করলেন ইডি আধিকারিকরা (ED officers)। আজ, শনিবার হুগলিতে জেলাজুড়ে তল্লাশি করছেন তারা। এদিন সকাল ১০টা নাগাদ ইডি আধিকারিকরা দু’ভাগে ভাগ হয়ে ব্যান্ডেল ও বলাগড়ে যান। দরজা বন্ধ থাকায় তালা ভেঙে বাড়ি ও গেস্ট হাউসে (guest house) ঢুকে তল্লাশি শুরু করেন তারা।
জানা গিয়েছে, ব্যান্ডেলের নিবেদিতা পার্কে শান্তনুর বিলাসবহুল বাড়ি রয়েছে। এই বাড়িটি রয়েছে তাঁর স্ত্রী প্রিয়াঙ্কার নামে। তবে এই বাড়িতে কেউ থাকেন না তাঁরা। শনিবার সেই বাড়িতেই যান ইডি আধিকারিকরা। প্রথমে প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন তারা। তারপর বাড়ির গেট খুলে ভিতরে ঢোকেন। বাড়ির সদর দরজায় তালা লাগানো ছিল। সেই কারণে হাতুড়ি দিয়ে তালা ভেঙে বাড়ির ভিতরে ঢোকেন আধিকারিকরা। শুরু হয় তল্লাশি।
অন্যদিকে, ইডির অন্য একটি দল গিয়েছে বলাগড়ে শান্তনুর বিশাল গেস্ট হাউসে তল্লাশি চালাতে। এই গেস্ট হাউসটি ১০ বিঘা জমির উপর তৈরি। আশেপাশের জমি দখল করে এই গেস্ট হাউসের কাজে লাগানো হয়েছে বলে অভিযোগ। ইডি আধিকারিকরা এদিন গেস্ট হাউস সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
এদক বাসিন্দা জানান, “শান্তনু যেদিন গ্রেফতার হয়, তার পরেরদিনই গেস্ট হাউসের কেয়ারটেকার চলে যান। ২ দিন পর দুই যুবক বাইক নিয়ে গেস্ট হাউসে আসেন, কাঁধে ব্যাগ ছিল। তালা খুলে ভিতরে ঢোকেন। আধঘণ্টা পর আবার বাইক নিয়ে বেরিয়ে যান। তাঁরা কারা, কী জন্য এসেছিলেন, সেসব কিছু জানি না”।
সূত্রের খবর, এদিন শান্তনুর সম্পত্তির খোঁজে হুগলির ৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। শান্তনু যুব তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও হুগলি জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর দল থেকে শান্তনুকে বহিষ্কার করা হয়েছে।