রাজ্য

হিংসাহীন নির্বাচন চাই! প্রায় ১,০০০ কোম্পানি বাহিনী মোতায়েন হতে পারে পঞ্চম দফায়

পশ্চিমবঙ্গে নির্বাচনকে শান্তিপূর্ণ করতে হবে। হিংসা, রক্তপাত কোন‌ওভাবেই হতে দেওয়া যাবে না। ‌শুরু থেকেই সেই বিষয়ে কড়া মনোভাব দেখাচ্ছে নির্বাচন কমিশন।পশ্চিমবঙ্গে রক্তপাতহীন বিধানসভা নির্বাচন করাতে ইতিমধ্যেই কোমর বেঁধেছে তাঁরা। বঙ্গে ইতিমধ্যেই ঢুকে পড়েছেন কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে পাঠানো হচ্ছে দুঁদে পর্যবেক্ষকদের‌ও।

আরও পড়ুন-কে কোন জায়গায় দাঁড়াচ্ছেন? একঝলকে দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

এই সবের মধ্যেই কোন দফায় রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী লাগবে তা চূড়ান্ত করে ফেলল কমিশন। সেই তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে প্রায় ১,০০০ কোম্পানি বাহিনীও মোতায়েন হতে পারে একটি দফায়।

তাৎপর্যপূর্ণ ভাবে বাংলার সঙ্গে অন্যান্য চার রাজ্যেও নির্বাচন হতে চলেছে। কিন্তু সবথেকে বেশি দফায় নির্বাচন হবে বাংলায়। ভোটগ্রহণ শুরু হচ্ছে ২৭ মার্চ, শেষ হবে ২৯ এপ্রিল। ভোটগণনা ২রা মে। প্রতিটি দফায় শান্তিপূর্ণ নির্বাচন করাতে কত বাহিনী দরকার তার হিসেবনিকেশ চূড়ান্ত করে ফেলেছে কমিশন। কমিশনের তথ্য অনুসারে প্রথম দফায় ২৭ মার্চ মোতায়েন থাকবে মোট ৭৩২ কোম্পানি আধাসেনা। দ্বিতীয় দফায় ১ এপ্রিল মোতায়েন থাকবে ৬৯৭ কোম্পানি, তৃতীয় দফায় ৬৯৪ কোম্পানি, চতুর্থ দফায় ৮৯৯ কোম্পানি, পঞ্চম দফায় ৯৫৫ কোম্পানি, ষষ্ঠ দফায় ৯৩২ কোম্পানি, সপ্তম দফায় ৭৬০ কোম্পানি ও শেষ দফায় ৭১৫ কোম্পানি।

আরও পড়ুন-নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী!

দেখা গেছে পঞ্চম দফায় মোতায়েন থাকছে সবথেকে বেশি বাহিনী। ৯৫৫ কোম্পানি বাহিনী। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ৭২০ কোম্পানি আধাসেনা মোতায়েন করেছিল নির্বাচন কমিশন। এবার সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেল তারা।

এর মধ্যে রয়েছে ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র ও স্ট্রংরুমের নিরাপত্তা। ভোটের পরে স্ট্রং রুমের নিরাপত্তা ও ভোটের পর নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় মোট বাহিনী।

Back to top button
%d