রাজ্য

সরকারি স্কুলেও ডোনেশন! প্রত্যেক পড়ুয়াকে দিতে হবে ১০০০ টাকা, নির্দেশ রাজ্যের সরকারি স্কুলে, কাটমানি নয়তো? শুরু বিতর্ক

হঠাৎ করে সরকারি স্কুলে ঘোষণা করা হল যে প্রত্যেক পড়ুয়াকে ১ হাজার টাকা করে ডোনেশন দিতে হবে। বছরের শুরুতেই সরকারি স্কুলের এমন ঘোষণায় ক্ষুব্ধ অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে আসানসোলের এসবি গরাই রোডে তুলসিরানি বালিকা সদন স্কুলে। অভিভাবকদের দাবী, ডোনেশনের টাকা নেওয়া হলেও সেই টাকার কোনও রশিদ দেওয়া হচ্ছে না। এই ঘটনার কথা সামনে আসতেই বিক্ষোভ দেখান অভিভাবকরা।

আজ, মঙ্গলবার বেলা বাড়তেই পড়ুয়াদের অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিভাবকদের দাবী, বছরে স্কুলের বেতন বাবদ ২৫০ টাকা করে নেওয়া হয়। কিন্তু হঠাৎই ডোনেশন হিসাবে ১ হাজার টাকা করে চাইছে স্কুল কর্তৃপক্ষ। আর সেই ডোনেশনের কোন রশিদও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের।

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বর্নালী মিত্র জানান, “স্কুলে বেশ কিছু আউটসোর্সিং টিচার নেওয়া হয়েছে। এছাড়াও অস্থায়ী কিছু চতুর্থ শ্রেণির কর্মী রয়েছে, যাঁদের দীর্ঘদিন বেতন বাড়ানো হয়নি। এই খরচ স্কুলের ফান্ড থেকেই চলে। সেই কারণে স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এই ডোনেশন নেওয়া হচ্ছিল। রশিদ পরে দিয়ে দেওয়া হত”।

স্কুলের প্রধান শিক্ষিকা শেষ পর্যন্ত জানান যে এই বিষয়টি নিয়ে ফের একবার স্কুল পরিচালন কমিটি ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হবে একপ্রস্থ। এরপরই এই বিষয় নিয়ে ফের কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।

এই ঘটনা প্রসঙ্গে এক অভিভাবকের দাবী, “কোনও সরকারি স্কুলে এমন হয় বলে আমাদের জানা ছিল না। হঠাৎ করেই স্কুলের তরফে বলা হচ্ছে প্রত্যেককে এক হাজার টাকা করে দিতে হবে। তার কোনও রশিদও দিচ্ছে না। এতে পরিস্থিতি খারাপ হচ্ছে। কারণ স্কুলে এমন অনেক ছাত্রী রয়েছে, যাঁদের দিন আনা দিন খাওয়া পরিবার, তাঁদের অবস্থা দুর্বিষহ”।

Back to top button
%d bloggers like this: