বর্ষবরণের রাতে ম’দের ফোয়ারা ছোটাল সুরাপ্রেমীরা, ৩১শে ডিসেম্বর রাতেই ১২ কোটি টাকার ম’দ বিক্রি হল কলকাতায়

তিনদিন আগেই গিয়েছে বর্ষবরণ উৎসব। এই নিউ ইয়ার ইভে পার্টি করা পাশ্চাত্য সংস্কৃতি হলেও বিশ্বায়নের যুগে এখন ভারতীয়রাও তা সাদরে গ্রহণ করেছে। নতুন বছরকে স্বাগত জানাতে শহরবাসী মেতেছিল বাঁধনছাড়া উল্লাসে। আর তার প্রমাণ মিলল ম’দ বিক্রির পরিমাণ শুনে। ৩১ ডিসেম্বর রাতে শুধুমাত্র কলকাতাতেই বিক্রি হল ১২ কোটি টাকার ম’দ যা গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি।
সূত্রের বরাত দিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবী করা হয়েছে, এই মোট ১২ কোটির মধ্যে ৪ কোটি টাকার ম’দ বিক্রি হয়েছে উত্তর কলকাতায়, ৩ কোটি ম’দ বিক্রি হয়েছে আলিপুর এলাকায় ও ৫ কোটি টাকার ম’দ বিক্রি হয়েছে দক্ষিণ কলকাতায়। একই সঙ্গে নতুন বছরের আগের শেষ এক সপ্তাহে সবচেয়ে বেশি ম’দ বিক্রি করা হয়েছে বলে দাবী করেছে সর্বভারতীয় সংবাদমাধ্যম। রিপোর্টে দাবী, ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রায় ৪৬ কোটি টাকার সুরাপান করেছেন সুরাপ্রেমীরা।
ম’দ ব্যবসায়ীদের মতে, ২০২২ সালের ৩১শে ডিসেম্বর গত বছরের তুলনায় বেশি ম’দ বিক্রি হয়েছে। মনে করা হচ্ছে, করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকায় ও সরকারের তরফে কোনও বিধিনিষেধ না থাকার জেরে মন খুলে আনন্দে মেতেছিল সকলে। এর পাশাপাশি ম’দের দাম কিছুটা কম হওয়ার কারণেও বিক্রি আরও বেশি হয়েছে বলে মত ম’দ ব্যবসায়ীদের।
প্রসঙ্গত, শুধু বর্ষবরণের রাতই নয়। এর আগে ২৫ ডিসেম্বরেও ব্যাপক ম’দ বিক্রির সাক্ষী থেকেছিল কলকাতা। আবার গত ১৮ ডিসেম্বর আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচেও ম’দের সাগরে ডুবে যেতে কসুর করেননি সুরাপ্রেমীরা। বিশ্বকাপ ফুটবল ২০২২-এর ফাইনাল ম্যাচ রবিবার হওয়ায় পশ্চিমবঙ্গে প্রায় ৭০ কোটি টাকার ম’দ বিক্রি হয়েছিল।
তবে শুধু কলকাতাই নয়, বর্ষবরণের রাতে দিল্লিতেও রেকর্ড পরিমাণ ম’দ বিক্রি হয়েছে। ৩১শে ডিসেম্বর রাতে দিল্লিতে ৪৫ কোটি টাকারও বেশি ম’দ বিক্রি হয়েছে বলে খবর। সংবাদ সংস্থা সূত্রে খবর, বর্ষবরণের রাতে কেরলে গোটা রাজ্য জুড়ে ১০০ কোটি টাকার ম’দ বিক্রি হয়েছে।