‘হিংসার বিরুদ্ধে লড়াই চলবে’, ভোট গণনার দিনও থাকবেন রাস্তায়, দিল্লি থেকে বাংলায় পা রেখেই হুঁশিয়ারি রাজ্যপালের

পঞ্চায়েত নির্বাচনে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। খু’ন, বোমাবাজি, ভোট লুট কিছুই বাদ যায়নি। আজ, মঙ্গলবার ভোট গণনা। এদিনও গণনা শুরু হওয়ার আগে থেকেই বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর আসছে, এজেন্টদের মধ্যে ঝামেলা, বোমাবাজির মতো ঘটনা ঘটেছে কিছু জায়গায়। এমন আবহে এবার এদিন সকালেই দিল্লি থেকে কলকাতা ফিরে হুঁশিয়ারি শানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। হিংসার বিরুদ্ধে যে লড়াই চলবেই, তেমনই বার্তা দিলেন তিনি।
গত শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন পথেই ছিলেন রাজ্যপাল। উত্তর ২৪ পরগণার নানা অশান্ত এলাকায় ঘুরেছেন তিনি। ওইদিন বারাসতের কদম্বগাছিতে নির্দল সমর্থকের উপর হামলার অভিযোগে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেখানে পৌঁছন সি ভি আনন্দ বোস। সেখান থেকে বসিরহাটের দিকের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেও যান তিনি।
কেন দিল্লি সফরে গিয়েছিলেন রাজ্যপাল?
রবিবার বিকেলে দিল্লির পথে রওনা দেন রাজ্যপাল। রগতকাল, সোমবার অমিত শাহর মন্ত্রকে পঞ্চায়েত ভোট সংক্রান্ত রিপোর্ট জমা দেন। বাংলায় নির্বাচন ঘিরে যে অশান্তির অভিযোগ উঠেছে, তা নিয়ে আলোচনা করতেই রাজ্যপাল দিল্লি গিয়েছেন মত রাজনৈতিক মহলের একাংশের। যদিও এই সফর নিয়ে প্রকাশ্যে কিছু বলেন নি রাজ্যপাল।
অমিত শাহ্’র সঙ্গে বৈঠক শেষে কী বললেন?
এদিন সন্ধ্যায় শাহী বৈঠক সেরে বেরিয়ে রাজ্যপাল বলেছিলেন, “বসন্ত খুব বেশি দূরে নেই”। এদিন সাংবাদিকরা রাজ্যপালকে প্রশ্ন করেছিলেন যে বাংলায় সংবিধানের ৩৫৫ ধারা প্রয়োগের কী সুপারিশ করবেন তিনি। সেই প্রশ্নের কোনও জবাব দেন নি সি ভি আনন্দ বোস।
কলকাতায় ফিরে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল
আজ, মঙ্গলবার সকালেই কলকাতা ফেরেন রাজ্যপাল। আজও রাস্তায় থাকবেন তিনি। ঘুরে দেখবেন অশান্তিপ্রবণ সমস্ত এলাকা। রাজ্যপালের কথায়, “বাংলায় হিংসার বিরুদ্ধে আমরা অক্লান্তভাবে লড়াই চালাব। যারা হামলা চালিয়েছে তাদের উপর অভিশাপ নেমে আসবে। আইন ভাঙার কড়া শাস্তি পাবে গুন্ডারা”।
Panchayat election | West Bengal Governor CV Ananda Bose says, "There will be a relentless fight against growing violence in Bengal. Those who commit violence in the field will be made to curse the day they are born. All authorities will come down with a heavy hand on the goons… pic.twitter.com/Sgq8LiGXTP
— ANI (@ANI) July 11, 2023
তিনি বলেন, “প্রশাসন কড়া হাতে এই হিংসা প্রতিহত করবে। প্রতিটি সন্ন্যাসীর যেমন অতীত রয়েছে, তেমনি প্রতি পাপীর ভবিষ্যৎ রয়েছে। আজ যারা বাজে কাজ করছেন, ভবিষ্যতে তারাই ভালো কাজ করতে পারেন। আজকের হিংসা ভবিষ্যতের প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য বাংলাকে নিরাপদ জায়গায় পরিণত করে তুলব”।