ভোটগণনাতে গোলমাল! প্রতিবাদ করায় ব্যারাকপুর ১ এ বিজেপি প্রার্থী বরুণ সর্দারকে গণনা কেন্দ্র থেকে টেনেহিঁচড়ে বের করল পুলিশ

পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের নানান প্রান্ত থেকে একাধিক হিংসার ঘটনা উঠে আসে। ভোট হিংসায় প্রাণ বলি হয় ১৬ জনের। এবার ভোট গণনার দিনও নানান অশান্তির ঘটনার খবর মিলছে। ভোট গণনা কেন্দ্রে পুলিশের হেনস্থার শিকার হতে হল বিজেপি প্রার্থীকে। সেই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়।
নিগৃহীত ওই বিজেপি প্রার্থীর নাম বরুণ সর্দার। গণনা কেন্দ্রের মধ্যেই হেনস্থার শিকার হন তিনি। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর ১ ব্লকে। ওই বিজেপি প্রার্থীকে টেনে হিঁচড়ে গণনা কেন্দ্র থেকে বের করে দিতে দেখা যায় পুলিশকে।
কী অভিযোগ বিজেপি প্রার্থীর?
ওই বিজেপি প্রার্থী বরুণ সর্দারের অভিযোগ, তিনি গণনা কেন্দ্রের মধ্যে ছিলেন। সেখানে ভোট গণনায় গণ্ডগোল হচ্ছিল। গণনাতে কোনও কারচুপি হচ্ছিল বলে অভিযোগ তাঁর। তাঁর দাবী, অনেক স্লিপ এমন ছিল যার পিছনে কোনও সই ছিল না। তা নিয়েই প্রতিবাদ করেছিলেন তিনি। আর এরপরই তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে আসে পুলিশ।
বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি একটি ভিডিও শেয়ার করেছেন এই ঘটনায়। তাতে দেখা গিয়েছে, ওই বিজেপি প্রার্থীকে টেনে হিঁচড়ে গণনা কেন্দ্র থেকে বের করে দিচ্ছে পুলিশ। তার মুখে হাত দিয়ে কথা বলতেও বারণ করতে দেখা যায় পুলিশকে।
এই ঘটনায় ক্ষিপ্ত বিরোধীরা। বিরোধীদেরই বেছে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তাদের প্রশ্ন, ভোটের দিন পুলিশের এমন সক্রিয়তা কেন লক্ষ্য করা যায়নি।