রাজ্য

নিন্দনীয়! চকোলেট দেওয়ার নামে ‘আদর’, খুদে ছাত্রীকে যৌ’ন হেনস্থা, অভিযুক্ত প্রধান শিক্ষকের গলায় জুতোর মালা পরালেন গ্রামবাসীরা, গ্রেফতার

ক্লাস চলাকালীন মাঝেমধ্যেই খুদে ছাত্রীকে নিজের ঘরে ডাকতেন প্রধান শিক্ষক। চকোলেট-লজেন্স দেওয়ার নাম করে যৌ’ন হেনস্থা করা হত খুদে ছাত্রীকে। তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌ’ন হেনস্থা করার অভিযোগে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোটশিলায়। নির্যাতিতা ছাত্রীর পরিবারের অভিযোগ, চকোলেট-লজেন্স দেওয়ার নাম করে মাঝেমধ্যেই তৃতীয় শ্রেণির ছাত্রীকে নিজের ঘরে ডেকে পাঠাতেন কোটশিলা থানার একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। এ নিয়ে আগে কিছুই জানতেন না বলেও জানিয়েছেন অভিভাবকরা।

জানা গিয়েছে, গতকাল, সোমবারও ক্লাস চলাকালীন ওই প্রধানশিক্ষক তৃতীয় শ্রেণির পড়ুয়াকে ডেকে পাঠান। তার পর খুদেকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের দাবি, মাঝেমধ্যেই ওই শিক্ষক ছাত্রীর যৌনাঙ্গে হাত দিতেন। খুদের কাছে এই কথা জানার পরই ওই স্কুলে হাজির হন অভিভাবকরা।

এই ঘটনার কথা চাউর হতেই গ্রামবাসীরা মিলে স্কুলে জড়ো হন। প্রধান শিক্ষককে পিছমোড়া করে তার গলায় জুতোর মালা পরান তারা। ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছয় কোটশিলা থানার পুলিশ। গণপিটুনির থেকে শিক্ষককে রক্ষা করেন তারা। পরবর্তীতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, ওই প্রধান শিক্ষকের বাড়ি জয়পুর থানার একটি গ্রামে। নির্যাতিতা ওই ছাত্রীর অভিযোগের উপর ভিত্তি করেই গ্রেফতার করা হয়েছে ওই শিক্ষককে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করার পর গোপন জবানবন্দি নেওয়া হবে।

Back to top button
%d bloggers like this: