‘নিয়োগ দুর্নীতিতে কেন অভিষেককে সমন পাঠানো হচ্ছে না, কে আটকাচ্ছে’, ইডির তদন্তে ক্ষুব্ধ বিচারপতি সিনহা

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত কতদূর এগোল? ইডির কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। কেন এই মামলায় অভিষেককে তলব করা হচ্ছে না, প্রশ্ন করলেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
গত ২৩ আগস্ট নিয়োগ দুর্নীতি নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিজ্ঞপ্তিতে ওই কোম্পানির ‘সিইও’ হিসাবে উল্লেখ করা হয়েছে অভিষেকের নাম। ঘটনাচক্রে অভিষেক চিকিৎসা সেরে দেশের ফেরার ঠিক পরদিন লিপস অ্যান্ড বাউন্ডসে প্রায় ১৮ ঘণ্টার তল্লাশি চালায় ইডি। যদিও অভিষেককে নতুন করে আর তলব করা হয়নি।
কী পর্যবেক্ষণ ছিল এদিন বিচারপতি সিনহার?
এদিন নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি সিনহা বলেনে, “অভিষেকের বিরুদ্ধে কী তদন্ত হয়েছে। ইডি প্রেস রিলিজে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে, লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরও তাঁকে কেন সমন পাঠানো হচ্ছে না? কে আটকাচ্ছে”?
এর জবাবে ইডির আইনজীবী জানান, “তদন্তের প্রয়োজনে অভিষেককে আবার তলব করা হবে”। তাতে বেশ উষ্মাপ্রকাশ করে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, “তদন্তের প্রয়োজনে এর আগে কেন তলব করেননি? এখন বলছেন করবেন? এটা কি তদন্ত হচ্ছে”?
কী প্রতিক্রিয়া তৃণমূলের?
বিচারপতি সিনহার এই পর্যবেক্ষণ নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, “এমনিতেই গোটা তদন্তপ্রক্রিয়া পরিচালিত হচ্ছে বিজেপি ইচ্ছায়। তার উপর যদি কেউ আদালতে বসে এভাবে তদন্তকারীদের উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চায়, তাহলে ন্যায়বিচার, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যায়”।