রাজ্য

‘রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে নোবেলজয়ীরা কী বলছেন’? ভরা এজলাসে ‘খোঁচার’ সুরেই কৌতূহল প্রকাশ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

রাজ্যের শিক্ষক সংক্রান্ত নিয়োগ দুর্নীতি নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদরা কী বলছেন, ভরা এজলাসে এবার কৌতূহল প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ, বুধবার এই মামলা চলাকালীন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে এমনই প্রশ্ন করেন বিচারপতি। আর এর প্রেক্ষিতে আইনজীবী যে জবাব দিলেন্ম তাও বেশ তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ উত্তেজনা রয়েছে। এই দুর্নীতিতেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দফতরের একাধিক আধিকারিক বর্তমানে নিয়োগ দুর্নীতির জেরে হেফাজতে রয়েছেন। সেই ইস্যু নিয়ে অর্থনীতিবিদরা কী বলছেন, এমনই জানার আগ্রহ দেখালেন এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আজ, বুধবার একটি মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “নোবেলজয়ীরা স্কুলের নিয়োগ দুর্নীতি নিয়ে কি বলছেন? অমর্ত্য সেন রয়েছেন, যিনি প্রতীচী ট্রাস্ট গড়ে কাজ করছেন। রয়েছেন আর এক নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়”।

বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও প্রশ্ন তোলেন, “স্কুলে নিয়োগে দুর্নীতিতে এই স্বীকৃত শিক্ষাবিদদের বক্তব্য কী? ওঁরা তো আরও অনেক বিষয়ে বলেন, তাই এটা নিয়েও কিছু বলেন কি না, সেটা জানতে চাইছিলাম”।

এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “আমার মনে হয় অমর্ত্য সেনের পুরো বক্তব্যটা পড়লে বোঝা যাবে, যে ভাবে দেখানো হচ্ছে, তিনি সেইভাবে বলেননি। আমি পুরো লেখাটা পড়েছি। আর প্রতিচি ট্রাস্টও কাজ করতে গিয়ে সমস্যাটা অনুভব করছে বলে আমার মনে হয়”। বিচারপতি গঙ্গোপাধ্যায় যে অমর্ত্য সেনের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতেই এজলাসে এই প্রশ্নটি করেছিলেন, তা বিকাশরঞ্জন ভট্টাচার্যের জবাবেই বেশ স্পষ্ট।

বলে রাখি, কিছুদিন আগেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। যা নিয়ে রাজনৈতিক মহলে বেশ হইচই পড়ে যায়। শুধু অমর্ত্য সেনই নন, রাজ্যের আরেক নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার মুখ্যমন্ত্রীর নানান জনকল্যাণমূলক প্রকল্পের প্রশংসা করেছেন। তবে এরা কেউই রাজ্যের দুর্নীতি নিয়ে কখনও কোনও সময় মুখ খোলেন নি। এদিন এজলাসে এমন একটি প্রশ্ন করে অর্থনীতিবিদদের কিছুটা খোঁচাই দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Back to top button
%d bloggers like this: