রাজ্য

‘বেনিয়মে চাকরি পাওয়া শিক্ষকদের তালিকা ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশ করতে হবে’, স্কুল সার্ভিস কমিশনকে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নবম ও দশম শ্রেণীতে যারা সুপারিশের মাধ্যমে ভুয়ো চাকরি পেয়েছেন তাদের তালিকা ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশ করতে হবে। স্কুল সার্ভিস কমিশনকে এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন নিয়োগ দুর্নীতি রোধে সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, আগামীকাল, বৃহস্পতিবারের মধ্যেই নবম ও দশম শ্রেণীর ভুয়ো শিক্ষকদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এসএসসি-কে।

২০১৬ সালে নবম-দশমে চাকরি পেয়েছেন প্রায় ১৩ হাজার শিক্ষক। অভিযোগ, সেই নিয়োগ প্রক্রিয়াতে ব্যাপক বেনিয়ম হয়েছে। সুপারিশের মাধ্যমে যোগ্যদের সরিয়ে চাকরি দেওয়া হয়েছে অযোগ্যদের। সেই অভিযোগে মামলা দায়ের হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এই মামলায় এসএসসি আদালতকে জানায় যে তারা এমন ১৮৩ জনকে খুঁজে পেয়েছে, যাদের নাম মেধাতালিকার নীচে থাকা সত্ত্বেও তাদের নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান যে এই ১৮৩ জনের মধ্যে যারা চাকরি পেয়েছেন তাদের নাম আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করতে হবে এসএসসি-কে। পর্ষদের কাছে আদালত এও জানতে চায় যে এই ১৮৩ জনের বিরুদ্ধে কী কী পদক্ষেপ করা হয়েছে? তদের চাকরি বাতিলের জন্য কমিশন কী করেছে?

নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য যেভাবে বারবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তাতে বেশ বিরক্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “নিয়োগ দুর্নীতিকে থামানোর পরিবর্তে রাজ্য বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্থগিতাদেশ জোগাড় করতে। এটা বিস্ময়কর। রাজ্যের উচিত দুর্নীতির বিরুদ্ধে আদালতকে সাহায্য করা”।

একদিকে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নবম-দশম শ্রেণীর ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করার নির্দেশ দেন, আর অন্যদিকে, সেদিনই আবার প্রাথমিকে বাতিল শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে সিবিআই। চাকরি বাতিল হওয়া ৫০ জনকে এদিন আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Back to top button
%d bloggers like this: