রাজ্য

দেবাংশুকে যুব তৃণমূল কমিটি থেকে বাদ দিলেন অভিষেক, অভিমানে তৃণমূল ছাড়লেন নেতা, ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা

তৃণমূল যুব কমিটিতে নেই দেবাংশু ভট্টাচার্যের নাম। এরপরই তাঁর ফেসবুক পোস্টকে ঘিরে জল্পনা অন্য মাত্রা পেল। তাঁর পোস্ট দেখলে অনেকেই আন্দাজ করবেন হয়ত বেশ অভিমান হয়েছে দেবাংশুর। কমিটিতে জায়গা না পেয়েই তবে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তৃণমূল নেতা? উঠছে হাজারো প্রশ্ন।

এর আগে বারবার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান করেছেন দেবাংশু। কোভিডকালে যখন অভিষেক ‘ডায়মন্ড হারবার মডেল’-এর ঘোষণা করেন, সেই সময় দলের অনেক নেতাই এই বিরোধিতা করলেও, তাঁর হয়ে কথা বলেন দেবাংশু।

কিন্তু বুধবারের বারবেলায় আচমকাই সেই দেবাংশুকেই বাদ পড়তে হল যুব তৃণমূলের রাজ্য কমিটি থেকে। অনেকের মতে, অভিষেক এখন দলের সাধারণ সম্পাদক। তিনিই যুব সংগঠনের সর্বোচ্চ কমিটি ঠিক করেছেন। তাই সেই তালিকায় দেবাংশুর না থাকাকে অভিষেকের সিদ্ধান্ত বলেই মনে করছেন তৃণমূলের অনেকে।

এদিন সোশ্যাল মিডিয়ায় দেবাংশু লেখেন, “লেফট অল জব অ্যাট অল ইন্ডিয়া ইয়ুথ তৃণমূল কংগ্রেস”। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, যুব তৃণমূল কংগ্রেসের সমস্ত দায়িত্ব ছাড়লাম। এরপরই ওঠে অনেক প্রশ্ন। তাহলে কী যুব কমিটিতে জায়গা না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন দেবাংশু? নাকি পঞ্চায়েত নির্বাচনের আগে দলের মূল সংগঠনে কোনও বড় দায়িত্ব পাবেন তিনি? যদিও পরে নিজের এই পোস্টটি মুছে দেন তৃণমূল নেতা।

দেবাংশুকে যুব তৃণমূল কমিটি থেকে বাদ দিলেন অভিষেক, অভিমানে তৃণমূল ছাড়লেন নেতা, ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা 2

ফেসবুকে দেবাংশু এহেন পোস্ট করার পর এক সংবাদমাধ্যমের তরফে তাঁকে যোগাযোগ করা হলে, তিনি এই বিষয়ে জানান, “আমায় শুধু যুব কমিটিতে রাখা হয়নি। এখন আমি শুধু দলের মুখপাত্র। তবে এর সঙ্গে দল ছাড়ার কোনও বিষয় নেই”।

তিনি আরও বলেন, “বাকিটা দলের সিদ্ধান্ত। দল যা সিদ্ধান্ত নেয় নিয়েছে। আমি একদিন কোনও সংগঠনেই ছিলাম না। এখন দলের মনে হয়েছে যুব সংগঠনে আরও অন্য মুখ দরকার”।

তাহলে কী ক্ষুব্ধ হয়ে দল ছাড়ার কথা ভাবছেন দেবাংশু? তাঁর উত্তর, “মূল সংগঠনে যাওয়ার বিষয়ও এখনই নেই। দল আমায় কীভাবে কাজে লাগাতে চায় আমি জানি না। ক্ষোভের কোনও জায়গা নেই। বিষয়টা নিয়ে ভাবার সময় পাইনি। অনেকে জানতে চেয়েছে। তবে যারা সরিয়েছে তারাই বলতে পারবে বাকিটা”।

বলে রাখি, তৃণমূলের অন্দরে দেবাংশু অভিষেকের লোক বলেই পরিচিত ছিলেন। গতকালও একটি টেলিভিশন বিতর্কে তৃণমূলের পক্ষ থেকে বক্তৃতা করেছিলেন। তাহলে কেন তাঁকে হঠাৎ যুব কমিটি থেকে বাদ দেওয়া হল তা অনেকের কাছেই ধোঁয়াশা।  

তৃণমূলের তরফে এদিন যুব কমিটির নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। যুব তৃণমূল সভাপতি রয়েছেন সায়নী ঘোষই। তৃণমূল নেতা-নেত্রীদের সন্তানদের গুরুত্বও কমিটিতে বেড়েছে। এই তালিকায় রয়েছে পূজা পাঁজা, সৌম্য বক্সি, সায়নদেব ভট্টাচার্যের নাম। শুধু বাদ পড়েছেন দেবাংশু। তাঁকে এবার মূল সংগঠনে কোনও জায়গা দেওয়া হয় কী না, এখন সেটাই দেখার।

Back to top button
%d