রাজ্য

ভয়ংকর দুর্ঘটনার কবলে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রীর কনভয়ে ধাক্কা ১০ চাকার লরির, আটক লরিচালক

দুর্ঘটনার মুখে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়। গতকাল, সোমবার সন্ধ্যায় দেগঙ্গার দিক থেকে ফেরার সময় টাকি রোডের উপর দুর্ঘটনা ঘটে মন্ত্রীর গাড়িতে। জানা গিয়েছে, মন্ত্রীর গাড়িতে এসে ধাক্কা মারে একটি ১০ চাকার লরি। লরিতে পাথরবোঝাই ছিল বলে খবর। তবে গাড়িতে আঘাত লাগলেও মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। গতবে আচমকা এমন ঘটনায় বেশ ভয় পেয়ে যান জ্যোতিপিয় মল্লিক।

সূত্রের খবর, এদিন উত্তর ২৪ পরগনায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সন্ধ্যার পর সেখান থেকেই ফিরছিলেন তিনি। মন্ত্রী ওই রাস্তা দিয়ে প্রায়ই যাতায়াত করেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ও নূরনগরের মাঝে।

জানা গিয়েছে, লরিটি ব্রেক ফেল করেছিল। আর এর জেরেই আঘাত লাগে। এই ঘটনার পর লরিটিকে আটক করেছে পুলিশ। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, তাঁর কোনও আঘাত লাগেনি।

বলে রাখি, গত বছর মাত্র ৫৩ দিনের ব্যবধানে পরপর তিনবার দুর্ঘটনার মুখে পড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি। গত বছরের পয়লা জুলাই অর্থাৎ রথযাত্রার দিন কাঁথি থেকে তমলুক যাওয়ার পথে প্রথম দুর্ঘটনা ঘটে তাঁর কনভয়ে। এরপর ১২ই জুলাই কলকাতার কালিকাপুরে ঘটে একটি দুর্ঘটনা।

এরপর ২২শে আগস্ট মারিশদায় ঠিক একইভাবে ধাক্কা লাগে শুভেন্দুর কনভয়ে। যদিও এই দুর্ঘটনায় আহত হন নি বিরোধী দলনেতা। তবে বারবার এমন দুর্ঘটনার কারণে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। এমনকি, আদালতের দ্বারস্থও হয়েছিলেন তিনি।

Back to top button
%d bloggers like this: