‘বড় ষড়যন্ত্র চলছে, তাপসের সঙ্গে বিজেপির যোগ রয়েছে’, দাবী নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা কুন্তলের, শোরগোল রাজনৈতিক মহলে

আজ, শুক্রবার নিয়োগ দুর্নীতিতে (teacher recruitment scam) ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) ১৪ দিনের ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। এদিন আদালতে পেশ হওয়ার আগে এক নতুন তথ্য খাড়া করলেন তিনি যা নিয়ে ফের নতুন করে বেশ শোরগোল শুরু হয়েছে। এদিন কুন্তল দাবী করেন যে তাপস মণ্ডলের (Tapas Mandal) সঙ্গে বিজেপির (BJP) যোগ রয়েছে।
ইডি আগেই আদালতকে জানিয়েছে যে নিয়োগ দুর্নীতিতে ৩০ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছেন কুন্তল। এদিন আদালতে যাওয়ার আগে কুন্তল বিস্ফোরক দাবী করে বলেন, “এটা বিজেপির একটা বড় ষড়যন্ত্র। তাপস মণ্ডল কীভাবে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছে, আগে সেটা দেখে নিন…”। নিয়োগ দুর্নীতিতে এই প্রথম সরাসরি বিজেপির নাম করলেন কোনও অভিযুক্ত। জানা যাচ্ছে, এদিন আদালতে ইডি কুন্তলকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।
ইডির তরফে জানানো হয়েছিল যে কুন্তল ঘোষ তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছেন। সূত্রের খবর, এদিনও আদালতে সওয়াল জবাবের সময়ে ইডি-র তরফে আইনজীবী এই বিষয়টি উল্লেখ করবেন। ইডি আধিকারিকদের একাংশ তার আইনি ব্যাখ্যাও দিয়েছেন।
৫০ পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী ইডি অভিযুক্তের বয়ান রেকর্ড করে। ১৬১ ধারায় পুলিশের কাছে যে বয়ান রেকর্ড হয়, তার সঙ্গে ইডি-র কাছে রেকর্ড হওয়া বয়ানের পার্থক্য থাকে। ইডি কাছে যে বয়ান রেকর্ড হয়, তা জুডিসিয়াল স্টেটমেন্ট। পুলিশের কাছে সেক্ষেত্রে বয়ান বদল করা যায়। অভিযুক্ত কিংবা সাক্ষী ইডি-র কাছে যে বয়ান দেবেন, তার থেকে সরতে পারবেন না।
ইডি-র দাবী তদন্তকে ভুল পথে চালনা করার চেষ্টা করছেন কুন্তল। একাধিক তথ্য দিয়ে তদন্তের মোড়কে অন্যদিকে ঘোরাতে চাইছেন তিনি। তদন্তকারী সংস্থার অনুমান, কুন্তল কাউকে হয়ত আড়াল করার চেষ্টা করছেন। আর এবার বিজেপির সঙ্গে তাপসের যোগের কথা বলে আরও একটি তথ্য খাড়া করতে চাইছেন তৃণমূল নেতা। ইডি-র কথায়, এতদিন কুন্তল কেন তাপসের সঙ্গে বিজেপির যোগের কথা সামনে আনেন নি?
এই প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “তাপসের সঙ্গে বসে যখন টাকা তুলছিলেন, তখন মনে ছিল না বিজেপি না টিএমসি? এখন আদালতে এসব কথা বললে চলবে? তাপস যেমন প্রমাণ দিচ্ছেন, ওঁ প্রমাণ দিন। তাপস তো বলেছেন টাকা তুলেছিলেন কুন্তল, তার কাগজ দেখিয়েছেন। এবার কুন্তলও তাঁর বক্তব্যের প্রেক্ষিতে প্রমাণ দিন”।
বলে রাখি, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল দাবী করেছিলেন যে চাকরি দেওয়ার নামে ১৯ কোটি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ। সেই দাবীর পক্ষে প্রমাণ পেয়ে কুন্তলকে গ্রেফতার করে ইডি। হেফাজতে থাকাকালীন আবার কুন্তল পাল্টা দাবী করেন যে তাপস নাকি তাঁর থেকে ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন কিন্তু তিনি তা দেন নি বলে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি।