রাজ্য

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করার জের, হাইকোর্টের তোপ জনৈক আইনজীবীকে, করা হল শোকজও

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, কুমন্তব্য, বিতর্কিত মন্তব্য করেছিলেন জনৈক আইনজীবী মুকুল বিশ্বাস। এবার সেই কারণে তাঁকে শোকজ করল কলকাতা হাইকোর্ট।

গতকাল, সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনজীবী মুকুল বিশ্বাসের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা রুজু করেন। আদালতের নির্দেশ, সোশ্যাল মিডিয়ায় একজন বিচারপতিকে অসম্মান করার কারণে ওই আইনজীবীর বিরুদ্ধে কেন আদালত অবমাননা মামলার রুল ইস্যু হবে না, আগামী পয়লা মে-র মধ্যে তা লিখিত আকারে জানাতে হবে।  

আদালত সূত্রে খবর, গত ২৩ এপ্রিল ফেসবুকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে একটি বিতর্কিত পোস্ট করেন আইনজীবী মুকুল বিশ্বাস। বিচারপতি এদিন ডেকে পাঠান তাঁকে। আদালতে আইনজীবী জানান, সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায় বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি বেছে বেছে বিশেষ সংবাদমাধ্যমে কেন যাচ্ছেন, তা নিয়ে আপত্তি তোলেন আইনজীবী।

আইনজীবী আরও অভিযোগ করেন যে সেই বেসরকারি সংবাদমাধ্যমে অনুষ্ঠানে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে দেখা যায় যে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব কুণাল ঘোষের সঙ্গে হাত মেলাচ্ছেন। কুণাল ঘোষের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

সেই নিয়েই আপত্তি তুলে আইনজীবী বলেন যে যিনি একসময় জেলবন্দি ছিলেন, সেই কুণাল ঘোষের সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় কী করে হাত মেলাতে পারেন? একই মঞ্চ শেয়ার করতে পারেন? পাল্টা বিচারপতি জানান, তিনি কোন অনুষ্ঠানে যাবেন বা কার সঙ্গে কথা বলবেন, তা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার। বিচারপতিকে কুরুচিকর মন্তব্য করায় আইনজীবী মুকুল বিশ্বাসকে শোকজ করল হাইকোর্ট।

Back to top button
%d bloggers like this: