রাজ্য

নষ্ট হতে পারে সমস্ত প্রমাণ, কালিয়াগঞ্জে নাবালিকা ধ’র্ষ’ণ ও খু’নের ঘটনায় দ্রুত শুনানির আর্জি কলকাতা হাইকোর্টে

কালিয়াগঞ্জে নাবালিকা ধ’র্ষ’ণ ও খু’নের ঘটনায় এখন গোটা রাজ্য উত্তাল। সেই নিয়ে রাজ্যে এখনও চলছে উত্তেজনা। এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবী উঠেছে। আজ, মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান মামলাকারীর আইনজীবী।

আইনজীবীর কথায়, যত সময় বাড়বে ততই প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে আগামীকাল, বুধবার এই মামলার শুনানি রাখার আবেদন জানানো হয়েছিল। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান যে দ্রুত শুনানি করা সম্ভব নয়। এই মামলার শুনানি হবে আগামী সোমবার।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকার মৃতদেহ উদ্ধারকে ঘিরে বিগত কয়েকদিন ধরেই রাজ্যের পরিস্থিতি উত্তাল। অভিযোগ, ওই নাবালিকাকে ধ’র্ষ’ণের পর খু’ন করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। জালে পুলিশের দাবী, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, নাবালিকার শরীরে বিষ মিলেছে। বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে তাঁর।

কিন্তু সেকথা মানতে নারাজ বিজেপি। এই নিয়ে নিন্দায় সরব হয়েছে তারা। সিবিআই তদন্তের দাবী তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নাবালিকাকে ধ’র্ষ’ণ ও খু’নের অভিযোগে সিবিআই তদন্ত-সহ একাধিক দাবী তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। ছাত্রীকে ধ’র্ষ’ণ করে খু’নের অভিযোগ উঠেছে।

এই ঘটনা নিয়ে সরব হয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। পুলিশের দাবী, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে নাবালিকার। এবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবী তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। মামলায় মৃতার পরিবারকে যথাযথ নিরাপত্তা, এক কোটি টাকা আর্থিক সাহায্য়ের দাবী তুলে এই নিয়ে মামলার আবেদন জানিয়েছিলেন আইনজীবী। তাঁকে মামলা দায়েরের অনুমতি দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ হয়ে যায়।

Back to top button
%d bloggers like this: