রাজ্য

‘এখানে কোনও একনাথ নেই, এখানে একটাই লোকনাথ রয়েছেন তাঁর নাম মমতা’, বেফাঁস মন্তব্য করে বিতর্কের মুখে মদন মিত্র

প্রথমে নির্মল মাজি (Nirmal Maji), তারপর বিশ্বজিৎ দাস (Biswajit Das), তারপর সায়নী ঘোষ (Sayooni Ghsoh) আর এবার মদন মিত্র। একের পর এক তৃণমূল নেতা নানান বিখ্যাত মনীষীদের সঙ্গে বারবার তুলনা টানছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এবার মমতাকে লোকনাথের সঙ্গে তুলনা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তিনি বললেন, “এখানে কোনও একনাথ নেই, এখানে একটাই লোকনাথ রয়েছেন তাঁর নাম মমতা”। মদনের এই মন্তব্যের জেরে বেশ বিতর্কের মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক।

গতকাল, সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে গিয়ে মদন মিত্র বলেন, “আমার দল যাকে প্রার্থী করেছে তাকে ভোট দেওয়া আমার নৈতিক দায়িত্ব। যদিও কোনও হুইপ হয় না। কিন্তু, আমি মনে করি এটি মহারাষ্ট্র নয়, এখানে কোনও একনাথ নেই। এখানে একটাই লোকনাথ তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কোনও বিবেক ভোটের সুযোগ নেই”। তাঁর এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে তরজা।

সম্প্রতি, নানান তৃণমূল নেতা-নেত্রীরা নানান মনীষীদের সঙ্গে তুলনা টেনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তা নিয়ে বিতর্কের ঝড়ও উঠেছে ঢের। এই প্রসঙ্গে বিরোধীদের দাবী, মমতার তোষামোদি করার জন্যই তৃণমূলের নেতা-মন্ত্রীরা এই ধরনের মন্তব্য করছেন বারবার। এনিয়ে সরব হচ্ছেন নেটিজেনরাও। তৃণমূল নেতা মন্ত্রীদের এই ধরনের মন্তব্য আদতে কতটা প্রাসঙ্গিক তা নিয়ে বেশ প্রশ্নও উঠতে শুরু করেছে।

বলে রাখি, প্রথমে তৃণমূল বিধায়ক নির্মল মাজি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা করে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মা সারদার পুনর্জন্ম। এরপর বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস মমতার তুলনা টানেন রানি রাসমনির সঙ্গে। আবার সম্প্রতি তিনিই ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেন ভগিনী নিবেদিতার সঙ্গে। আর এবার মদন মিত্র তৃণমূল সুপ্রিমোর তুলনা করলেন লোকনাথের সঙ্গে।  

Back to top button
%d bloggers like this: