রাজ্য

‘আর দু’দিনের মধ্যেই ওরা কামারহাটি, বরানগরে ঢুকে পড়বে, অত্যাচার বাড়বে, লড়াইয়ের জন্য তৈরি হন’, কীসের ইঙ্গিত মদনের গলায়?

বিগত এক বছর ধরে রাজ্য নানান দুর্নীতির অভিযোগে জর্জরিত। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার এমন নানান দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের একাধিক নেতার। একাধিক তৃণমূল বিধায়ক-নেতা জেলবন্দি। এ নিয়ে ইতিমধ্যেই বেশ অস্বস্তির মধ্যেই রয়েছে শাসক দল। আর এহেন অবস্থায় ফের বড় কোনও কাণ্ডের ইঙ্গিত দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

আজ, সোমবার বরানগরে এক কর্মীসভায় যোগ দেন মদন মিত্র। আর সেখান থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকেন তিনি। মদনের কথায়, “বড় লড়াইয়ের জন্য তৈরি হোন। পশ্চিমবঙ্গে কিন্তু আরও অত্যাচার বাড়বে। আগামীকাল-পরশুর মধ্যে হয়তো বরানগর, কামারহাটির পাড়ায় পাড়ায় অত্যাচার বাড়বে। এজেন্সির নামে লোক ঢুকে যাবে”।

তবে আমজনতাকে আশ্বস্ত করে মদন মিত্র বলেন, “ঘাবড়াবার কিছু নেই। মাথা তুলে থাকবেন। যাই হোক না কেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা লড়ে নেব”। তাঁর এহেন মন্তব্যের পর রাজনৈতিক মহলে বেশ হইচই পড়ে গিয়েছে। নানান মহলে এই নিয়ে চর্চা শুরু হয়েছে।

একদিকে রাজ্যের নানান দুর্নীতি নিয়ে তৎপর হয়েছে ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি। অভিযান চলছে নানান নেতাদের বাড়ি। ঠিক সেই সময়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তৎপরতা নিয়ে এহেন ভবিষ্যৎবাণী করলেন মদন মিত্র যা নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর ঠিক আগেই মদন মিত্র কেন এহেন মন্তব্য করলেন, তা নিয়েও উঠেছে প্রশ্ন। মদনের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি সিপিএম-বিজেপি।

উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও একাধিক সময়ে এমন নানান ধরণের মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন মদন মিত্র। আর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফের একবার আলোচনার কেন্দ্রে উঠে এলেন তৃণমূল বিধায়ক।

Back to top button
%d bloggers like this: