রাজ্য

‘ভাঙড়ে আইএসএফের মদতেই অশান্তি হচ্ছে, নওশাদরা মুসলিমদের ভুল বোঝাচ্ছে, তৃণমূলের কেউ জড়িত নয়’, দাবী মমতার

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথমদিন থেকেই উত্তপ্ত রাজ্যের একাধিক এলাকা। গত মঙ্গলবার থেকে উত্তপ্ত হয়ে রয়েছে ভাঙড়। বোমাবাজি, গুলি সবই চলছে সেখানে। ভাঙড়ে এই অশান্তির জন্য আইএসএফকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এও দাবী, মনোনয়নকে ঘিরে চোপড়া, ইসলামপুরে যে অশান্তি হয়েছে, তাতেও তৃণমূল যুক্ত নয়। তাঁর মতে, যারা এটা করেছে তাদের দল প্রার্থীপদ দেয়নি, তাই এমন করেছে তারা।

আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এসেছিলেন ভাঙড়-সহ ৮২ জন আইএসএফ প্রার্থী। আদালত নির্দেশ দেয় যে তাদের পুলিশি নিরাপত্তা দিয়ে মনোনয়ন জমা দিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আদালতের নির্দেশে তেমনটাই করে পুলিশ।

অভিযোগ, শোনপুরের বাজারের কাছে পৌঁছতেই দুষ্কৃতীরা পুলিশের সঙ্গে থাকা ওই দলের উপর হামলা চালায়। পুলিশ সেখান থেকে সরে যায়। চলতে থাকে গুলিগালা। এই ঘটনায় এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়। জখম হন বেশ কয়েকজন। এই ঘটনায় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী তোলেন।

ভাঙড়ের এই অশান্তি প্রসঙ্গেই ডায়মন্ড হারবার থেকে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ভাঙড়ে একটা দল নতুন জিতেছে। তারাই পরশুদিন ওখানে গন্ডগোল, লুঠপাট করেছে, আগুন লাগানো শুরু করেছে। গতকাল বুধবার তৃণমূলের পক্ষ থেকে তার প্রতিবাদ, প্রতিরোধ হয়েছিল। তবে শুরুটা করেছিল ওরা (পড়ুন আইএসএফ)”।

এই অশান্তি নিয়ে মমতার বক্তব্য”ভাঙড় যা হচ্ছে, তা আইএসএফের (ISF) মদতে হচ্ছে। তৃণমূলের কেউ এতে জড়িত নয়। এর আগেও চোপড়া, ইসলামপুরে যে ঝামেলা, অশান্তি হয়েছে, তার কেউ তৃণমূল নয়।  ওরা আমাদের দল থেকে টিকিট চেয়েছিল, কিন্তু পায়নি। কারণ, ওদের কাজে আমরা সন্তুষ্ট নই। শেষদিন পর্যন্ত টিকিটের দাবি করে গিয়েছে। চোপড়া-ইসলামপুরে তারাই অশান্তি বাঁধিয়েছে। আমি বলছি, যে বা যারাই এসব করে থাকুক, কঠিন শাস্তি হবে”।

তাঁর কথায়, নওশাদ সিদ্দিকিরা সঙ্খ্যালঘুদের ভুল বুঝিয়ে বিপথে চালনা করার চেষ্টা করছে। প্রসঙ্গত, গতকাল, বুধবার যখন ভাঙড় তপ্ত তখন নবান্নে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। কিন্তু দেখা করেন নি মমতা। ফিরে আসতে হয়েছিল আইএসএফ বিধায়ককে। এদিনের ঘটনা সম্পর্কে মমতা বলেন, ‘”আজ কী হয়েছে আমি জানি না। আমি রাস্তায় ছিলাম। যাই হয়ে থাক, পুলিশকে বলেছি কড়া ব্যবস্থা নিতে”।

Back to top button
%d bloggers like this: