রাজ্য

WB Assembly Election: বিজেপি হঠাও, দেশ বাঁচাও, এই সূচনা বাংলা থেকেই শুরু হবে, ঝালদার সভায় মমতা

পুরুলিয়ায় আজ জোড়া সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুরুলিয়ার ঝালদার হাইস্কুম মাঠে প্রথম নির্বাচনী সভাতে হুইলচেয়ারকে সঙ্গী করেই সভা রাখলেন মমতা। এদিন এই সভা থেকে বিজেপিকে দেশ থেকে নির্মূল করার কথা বলে মমতা। এই সূচনা যে বাংলা থেকেই হবে, এও বলেন মুখ্যমন্ত্রী।

গত বুধবার নন্দীগ্রামে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে পায়ে চোট পেয়ে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেদিন রাতেই ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। এরপর ৪৮ ঘণ্টা হাসপাতালে কাটিয়ে শুক্রবার বাড়ি ফেরেন তিনি। মাঝে একদিন বিশ্রাম নিয়ে রবিবার কলকাতার রাস্তায়রদ শো করে তিনি। হুইল চেয়ারে বসেই এই কর্মসূচী করেন মমতা।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নামে মামলা, মমতার প্রার্থীপদ বাতিল?

এরপর আজ, এই হুইল চেয়ারে বসেই পুরুলিয়ায় ঝালদার মঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন মমতা। এর পাশাপাশি পুরুলিয়ার জন্য শাসকদলের পক্ষ থেকে কী কী কর্মসূচী গ্রহণ করা হয়েছে, তা মানুষকে জানান দেন মুখ্যমন্ত্রী। বলেন, “পুরুলিয়াতে একাধিক প্রকল্প করেছি আমরা, অনেক কাজ করেছি। একদিকে যেমন দুয়ারে সরকার প্রকল্প করেছি। এরপর থেকেও সরকার আপনার দরজায় যাবে, আপনাদের প্রয়োজন মতো সব কাজ করে দেব”।

আরও পড়ুন- দল সম্মান দেয়নি, মমতার জন্য মঞ্চে নেচেছি, রাগে, ক্ষোভে তৃণমূল ছাড়লেন তারকা নেত্রী

ঝালদার এই সভা মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি তিনি। কেন্দ্র সরকারকে তীব্র তোপ দেগে মমতা বলেন, “বিজেপি খারাপ কথা বলা ছাড়া আর কী করে? প্রধানমন্ত্রী তো দেশ চালাতে পারেন না। স্বৈরাচারী সরকার। ওরা ভাবে ভারতে বিজেপি ছাড়া আর কেউ থাকবে না। আমি বলছি বিজেপি হঠাও, দেশ বাঁচাও। এর সূচনা এই বাংলা থেকেই শুরু হবে।

এরই সঙ্গে কংগ্রেসকেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। আক্রমণাত্মক ভাষায় তিনি বলেন, “অথর্ব পাথরের মতো বসে আছে ২০ বছর ধরে, এবার ধাক্কা দিয়ে সরিয়ে দিন”।

Back to top button
%d