এবার ডাক্তারিতেও চালু হবে ডিপ্লোমা কোর্স, নবান্নে রিভিউ মিটিংয়ে স্বাস্থ্যসচিবকে কমিটি তৈরি করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এবার এক বিশেষ ভাবনাচিন্তা করা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের হাসপাতালে চিকিৎসকের অভাব মেটাতে এবার ডাক্তারি ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, বৃহস্পতিবার নবান্নে রিভিউ মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন যে ডাক্তারিতে যে পাঁচ বছরের ডিগ্রি কোর্স রয়েছে, তার জায়গায় তিন বছরের কোনও ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক হওয়া কী সম্ভব। এই বিষয়টা দেখার জন্য রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে নির্দেশ দেন মমতা। চিকিৎসক অপ্রতুলতার কারণেই এই প্রস্তাব। এই বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজনে একটা কমিটি তৈরির নির্দেশও দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর প্রস্তাব ট্রেনিংয়ের নাম করে অতিরিক্ত সময় মা নষ্ট করাই ভালো। স্যালাইন এবং অক্সিজেন দেওয়া, ওষুধ দেওয়া সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে নার্সদের বেশিদিনের প্রশিক্ষণের প্রয়োজন নেই। ইঞ্জিনিয়ারদের মতো চিকিৎসকদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করা যেতে পারে। এর ফলে পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে ডিপ্লোমা কোর্স পাশ করলেই পাওয়া যাবে চিকিৎসক।
এদিন মমতা বলেন, “ডাক্তারদের একটা ডিপ্লোমা কোর্স চালু করা যায় কিনা দেখো, ইঞ্জিনিয়ারদের মতো। তাতে অনেক ছেলে মেয়ে ডিপ্লোমা কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবে। অরিজিনাল ডাক্তারদের আমরা যাদের পাচ্ছি, ৫ বছরের ট্রেনিংয়ে তাঁদের অনেক স্টাডি করতে হচ্ছে। সময় যাচ্ছে। তাই যদি সমান্তরালভাবে এই ডিপ্লোমা কোর্সও চালু করা যায়, তবে অনেক সুবিধা হবে। মিনিমাম প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে এদের দিয়ে কভার করা যাবে”।
মমতা এও প্রস্তাব রাখেন, বিশেষজ্ঞ চিকিৎসকরাই তাদের প্রশিক্ষণ দেবেন। তাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো যেতে পারে বলে জানান মমতা। এর জেরে সকলেই উপকৃত হবেন বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।
এমনিতে রাজ্যের সরকারি হাসপাতালগুলি থেকে অহরহ নানান অভিযোগ আসতে থাকে। হাসপাতালে চিকিৎসকের সংখ্যা ও রোগীর সংখ্যার মধ্যে বেশ ফারাক দেখা যায়। চিকিৎসকের সেই ঘাটতি মেটাতেই এই প্রস্তাব এনেছেন মমতা। শুধু তাই-ই নয়, এদিন এই মিটিংয়ে যত দ্রুত সম্ভব পুলিশে নিয়োগের কথাও বলেন মুখ্যমন্ত্রী।