রাজ্য

চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের উদযাপন এবার বাংলায়, দুর্গাপুজোর কার্নিভালের ধাঁচেই চন্দ্রযান-৩ মিশনের বিজ্ঞানীদের সংবর্ধনা জানাবেন মমতা

চন্দ্রযান-৩ মিশনের সাফল্য এবার বাংলাতেও উদযাপন করা হবে। এই নিয়ে আবেদন জানিয়ে ইসরোতে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, রেড রোডে যেমন দুর্গাপুজোর কার্নিভাল হয়, ঠিক সেই ধাঁচেই চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য এই মিশনের সঙ্গে জড়িত সমস্ত বিজ্ঞানীদের সংবর্ধনা জানাতে চান মমতা।

গত ২৩শে আগস্ট চাঁদের মাটি স্পর্শ করেছে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। এই অভিযানে যে সমস্ত বিজ্ঞানীদের অবদান রয়েছেন, তাদের মধ্যে অনেকেই বাঙালি। তাদের প্রশংসা শোনা গিয়েছে তৃণমূল নেতাদের মুখে। নবান্ন সূত্রে খবর এবার যদি ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সম্মতি দেন, তাহলে কলকাতায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে চন্দ্রযান-৩ মিশনের সমস্ত বিজ্ঞানীদের সম্মান জানাবে বাংলা।

চন্দ্রযান-৩ সফল অবতরণের আগেই আগাম শুভেচ্ছা জানান মমতা

চন্দ্রযানের সফল অবতরণের আগেই বিজ্ঞানীদের আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা। পরের দিনই রাজ্য বিধানসভায় ইসরোকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ সূচক প্রস্তাব আনেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিধানসভার পক্ষ থেকে ইসরো-কে লিখিত অভিনন্দন বার্তাও পাঠানো হয়।

চাঁদের মাটিতে বিক্রমের পা দেওয়া পরপরই এই প্রকল্পের সঙ্গে যুক্ত বাঙালি বিজ্ঞানীদের আলাদা করে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি চিঠি পাঠিয়েছেন ইসরোর প্রধান এস সোমনাথকেও। সেখানেও জানিয়েছেন, বিজ্ঞানীদের সংবর্ধনা দিতে চান তিনি।

অবতরণের দিন একটি অনুষ্ঠান থেকে মমতা জানিয়েছিলেন, চন্দ্রযান ৩-এর সাফল্য কোনও ভেদাভেদ না করেই উদযাপন করা হবে বাংলায়। নিজেদের মতো করে উদযাপন করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, “দেশের যে কোনও কাজের ক্ষেত্রে আমরা এক”।

Back to top button
%d bloggers like this: