ভুয়ো ভিডিও ছড়িয়ে বাংলায় অশান্তি-দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতে পারে বিজেপি, মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের সতর্কবার্তা মমতার

নারী নির্যাতন নিয়ে এখন গোটা দেশে রাজনৈতিক বিবাদ শুরু হয়েছে। মণিপুরের ঘটনা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। এদিকে আবার বাংলার নারী নির্যাতনের ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে পাল্টা আক্রমণ শানাচ্ছে বিজেপি। এবার মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বললেন মমতা এদিন মন্ত্রিসভায়?
মালদহে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে শাসক দলকে শানাতে ছাড়ছে না বিজেপি। সূত্রের খবর, আজ, সোমবার মন্ত্রিসভার বৈঠকে কোনও বিশেষ জায়গা বা কোনও বিশেষ ঘটনার কথা উল্লেখ না করেই মন্ত্রীদের সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই মহরম রয়েছে। মুসলিমদের এই পরবে যাতে কোনও অশান্তির সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখার কথা জানান মমতা।
সূত্রের খবর, মমতা আশঙ্কা করছেন, বিজেপি হয়ত ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়াতে পারে। ভুয়ো ভিডিও ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মমতা। তাতে বাংলার পরিবেশ নষ্ট হতে পারে। সেই কারণেই সকলকে সতর্ক করেছেন মমতা।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিন হাওড়ার পাঁচলায় বিজেপি প্রার্থীকে বি’ব’স্ত্র করে হেনস্থার অভিযোগ ওঠে। দিল্লির সাংবাদিক বৈঠকে সেই ঘটনার কথা উল্লেখ করে বাংলায় নারী নির্যাতন নিয়ে সরব হন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা। অন্যদিকে, হাওড়ার ডিজিপি আবার দাবী করেন যে এই অভিযোগ সত্যি নয়।
আবার দু’দিন আগেই মালদহে দুই মহিলাকে বি’ব’স্ত্র করে মারধর, জুতোপেটা করার ঘটনা ঘটে। পুলিশ সেখানে উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ করা হয়। সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরও কেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনও পদক্ষেপ করলেন না, তা নিয়ে কটাক্ষ শানায় বিজেপি। এই নিয়ে পরবর্তীতে কোনও বড় অশান্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই এদিন মন্ত্রিসভায় সকল মন্ত্রীদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।