প্রযুক্তি

নীল পাখির জায়গা দখল করল ‘X’, বদলে গেল Twitter-এর নাম, মাইক্রো-ব্লগিং সাইটের লোগো বদলানোর পথেও এলন মাস্ক

টুইটারের মালিকানা পাওয়ার পর থেকেই এই মাইক্রো-ব্লগিং সাইটের একাধিক বদল এনেছেন এলন মাস্ক। এবার ফের এক বদল। রবিবার সকালে উঠেই এই ধনকুবেরের থেকে এক সারপ্রাইজ পান টুইটার ব্যবহারকারীরা। খুব তাড়াতাড়ি সমস্ত পাখিকে বিদায় জানানোর সময় এসেছে, এমনই একটি টুইট করে মাস্ক।

কিন্তু বিষয়টি আসলে কী?

আসলে, টুইটারের নাম ও লোগো বদলে ফেলতে চাইছেন এলন মাস্ক। এখন থেকে টুইটার নামের বদলে ব্যবহার হবে ‘X’ নামটি। সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। টুইটারের প্রোফাইল পিকচার হিসেবে ঐতিহ্যবাহী সেই ছোট্ট নীল পাখিটির বদলে এখন এসেছে X লেখাতই। টুইটারের লোগোটিও খুব শীঘ্রই এই X-এ বদলে যেতে চলেছে বলে জানা গিয়েছে।

কিন্তু কেন এমন বদল?

এলন মাস্কের তরফে এর আগেও একাধিকবার অলরাউন্ডার অ্যাপের কথা বলা হয়েছে। অর্থাৎ একটি অ্যাপের মাধ্যমেই সোশ্যাল মিডিয়া ব্যবহার, অনলাইন শপিং, মেসেজ করা, অনলাইন পেমেন্ট করা এমন সমস্ত কাজ হবে। একটি অ্যাপ থাকলেই, তা থেকে অনেক রকমের কাজ হয়ে যাবে। আর বীজগণিতে কোনও পরিবর্তনশীল অজানা সংখ্যাকে X ধরা হয়ে থাকে। সম্ভবত সেই কারণে এই X নামটি স্থির করা হয়েছে টুইটারের জন্য।

এখনই X.com টাইপ করলে তা টুইটারে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। ধীরে ধীরে টুইটার নামটি মুছে তার জায়গায় চলে আসবে নতুন ডোমেইন X.com। এলন মাস্কের নিজের টুইটার হ্যান্ডেলেও নীল পাখির লোগোটি আর নেই। সেই জায়গা দখল করেছে X।  চলতি বছরের এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ার আদালতে একটি নথি জমা দেওয়া হয়। সেই নথি অনুযায়ী। এখন আর টুইটারের নিজস্ব স্বাধীন সত্ত্বা নেই। ইতিমধ্যেই X কর্পোরেশনে তা একীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

এই X নামের সঙ্গে জড়িয়ে নস্টালজিয়াও

এক রিপোর্ট অনুযায়ী, এই X নামের সঙ্গে এলন মাস্কের নস্টালজিয়াও জড়িয়ে রয়েছে। ১৯৯০ সালে এলন মাস্ক একটি অনলাইন ব্যাঙ্কিং কোম্পানি শুরু করে যা পরবর্তীতে কনফিনিটি নামের সংস্থার সঙ্গে যুক্ত PayPal নাম হয়। নতুন এই সংস্থা সিইও ছিলেন এলন মাস্ক। কিন্তু PayPal-এর সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে মাস্কের তুমুল বচসার কারণে তাঁকে কোম্পানি থেকে বরখাস্ত করা হ্যু। তাই অনেকের মতে, টুইটারের ক্ষেত্রেও নিজের সেই পুরনো কোম্পানি ‘X’ নামটিই বেছে নিয়েছেন এলন মাস্ক।

Back to top button
%d bloggers like this: