রাজ্য

WB Election: কোন জেলা থেকে প্রার্থী হিবেন মিঠুন চক্রবর্তী? জানিয়ে দিলেন

সদ্যই বিজেপিতে যোগ দিয়েছেন। এবারের নির্বাচনে টিকিটও পাওয়ার কথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। কিন্তু বাধ সাধল একটা জায়গায়। মিঠুন এখনও পর্যন্ত বাংলার ভোটার নন। কিন্তু বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে গেলে সংশ্লিষ্ট রাজ্যের ভোটের লিস্টে নাম থাকা অতি আবশ্যক।

আরও পড়ুন- দল সম্মান দেয়নি, মমতার জন্য মঞ্চে নেচেছি, রাগে, ক্ষোভে তৃণমূল ছাড়লেন তারকা নেত্রী

এই কারণে ফের মুম্বই উড়ে যেতে হল অভিনেতাকে। রাজ্যের অষ্টম দফা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী ৩১শে মার্চ। এর আগেই রাজ্যের ভোটার তালিকায় নাম তুলতে হবে বাংলার মহাগুরুকে। কলকাতারই কোনও এক কেন্দ্রের প্রার্থী হতে পারেন তিনি, বিজেপির সূত্রে এমনই খবর মিলেছে। গতকালই নির্বাচনের তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এর পরের দফার প্রার্থীও খুব তাড়াতাড়িই ঘোষণা করা হবে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নামে মামলা, মমতার প্রার্থীপদ বাতিল?

গত ৭ই মার্চ ব্রিগেডে বিজেপির মহাসমাবেশে অংশ নেন মিঠুন চক্রবর্তী। সেদিনই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগ দেন মহাগুরু। এদিন মঞ্চে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন তিনি। তবে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য নানান মহল থেকে তাঁকে অনেক কথাও শুনতে হয়েছে।

Back to top button
%d bloggers like this: