রাজ্য

দেহ ব্যবসা চালানোর দায়ে দুষ্ট রাজীব ঘনিষ্ঠকে প্রার্থী করেছে বিজেপি! হেস্টিংস দফতরে চলল ব্যাপক বিক্ষোভ

দুষ্ট চরিত্রের লোককে পদ্ম প্রার্থী বানিয়ে ঘোর বিপাকে বিজেপি। দেহ ব্যবসা চালানোর দায়ে দুষ্ট রাজীব বন্দোপাধ্যায়ের ঘনিষ্ঠকে প্রার্থী করার পর হেস্টিংসে বিজেপি দফতরের সামনে বিক্ষোভ গেরুয়া শিবিরের কয়েকশো দলীয় কর্মী সমর্থকদের। ব্যারিকেড ভেঙে চলে বিক্ষোভ। ধস্তাধস্তি বাঁধে পুলিশের সঙ্গেও।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম দুই দফার পর গতকাল অর্থাৎ রবিবার তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি।

সেখানেই পাঁচলায় টিকিট পেয়েছেন মোহিত ঘাঁটি। আর তা প্রকাশ্যে আসার পর থেকেই ক্ষোভ জমতে থাকে পাঁচলার একাংশ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। মোহিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বিজেপির পুরনো কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, একমাত্র রাজীব ঘনিষ্ঠ হওয়াতেই মোহিত টিকিট পেয়েছেন। মাত্র দিন পনেরো আগেই রাজ্যের শাসকদলের সঙ্গ ছেড়ে  বিজেপিতে যোগ দিয়েছেন মোহিত। তাঁর বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। এমনকি দেহ ব্যবসা পর্যন্ত  চালানোর অভিযোগ রয়েছে বলে দাবি বিজেপি কর্মীদের একাংশের। প্রার্থী বদলের দাবি নিয়ে হেস্টিংসে বিজেপির দফতরের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নেন তাঁরা।

আর‌ও পড়ুন-দল সম্মান দেয়নি, মমতার জন্য মঞ্চে নেচেছি, রাগে, ক্ষোভে তৃণমূল ছাড়লেন তারকা নেত্রী

এদিন সকালে হেস্টিংসে বিজেপি দফতরের সামনে পাঁচলার কয়েকশো দলীয় কর্মী সমর্থক জমায়েত করেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড, পোস্টার। দফতরের সামনেই বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। মুকুল রায় যখন দফতরে ঢুকতে যান, তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে ঘিরেই চলতে থাকে বিক্ষোভ। ওঠে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগানও। দফতরের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা।

আর‌ও পড়ুন-মুখ্যমন্ত্রীর নামে মামলা, মমতার প্রার্থীপদ বাতিল?

এরইমধ্যে আবার উদয়নারায়ণপুর থেকেও কয়েকশো কর্মী সমর্থক হেস্টিংসে পৌঁছে যান। উদয়নারায়ণপুরের প্রার্থী সুমিতরঞ্জন কাঁড়ার বিরুদ্ধেও অভিযোগ তোলেন পুরনো বিজেপি কর্মীরা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। পরে বিক্ষুব্ধদের চার প্রতিনিধিকে আলোচনার জন্য দফতরে ঢুকতে দেওয়া হয়।

Back to top button
%d bloggers like this: