CBSE-র ভুয়ো প্রশ্নপত্র দিয়ে প্রতারণা চক্র, লিঙ্কে ক্লিক করলেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

শহরে এবার নতুন প্রতারণা চক্র। এবার CBSE-র ভুয়ো প্রশ্নপত্র দিয়ে চলছে প্রতারণা। লিঙ্কে একবার ক্লিক করলেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কলকাতা ও শহরতলি থেকে এমন বেশ কিছু অভিযোগ এসেছে কলকাতা পুলিশের কাছে। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। কোনও ধরণের অজানা লিঙ্কে ক্লিক করতে বারণ করা হয়েছে পুলিশের তরফে।
কী ঘটেছে ঘটনাটি?
সাধারণ এক মেসেজ যাচ্ছে মোবাইলে। তা দেখলে মনে হবে সিবিএসই বোর্ডের তরফে পাঠানো। বোর্ডের তরফে একটি স্যাম্পেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে ওই মেসেজে। নীচে দেওয়া একটি লিঙ্ক। আর ওই লিঙ্কে ক্লিক করেই ব্যাঙ্কে থাকা টাকা হাওয়া হয়ে গিয়েছে একাধিকের। এমন মেসেজ গিয়েছে একাধিক ব্যক্তির কাছে আর অনেকেই পা দিয়েছেন এই প্রতারণা চক্রের মধ্যে।
এই অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম শাখার তদন্তকারীরা। তারা জানাচ্ছেন, ওই লিঙ্কের মধ্যেই রয়েছে একটি অ্যাপ। যা ক্লিক করলেই সক্রিয় হয়ে যায়। আর ওই অ্যাপের মাধ্যমেই গ্রাহকের ফোনের অ্যাক্সেস চলে যায় প্রতারকের কাছে। এর ফলে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারক।
কী জানাচ্ছেন তদন্তকারীরা?
তদন্তকারীরা সতর্ক করছেন সাধারণ মানুষকে। তারা পরামর্শ দিয়েছেন যাতে সকলে সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইটই দেখেন। এই ধরনের কোনও বোর্ড কিংবা সংস্থার তরফে মেসেজ এলে, তাতে ক্লিক না করে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তথ্য সংগ্রহ করতে বলছেন তদন্তকারীরা। কোথা থেকে এই মেসেজগুলো পাঠানো হচ্ছে, আপাতত খুঁজে বার করার চেষ্টা করছেন সাইবার সেলের পুলিশ কর্তারা।
এই বিষয়ে গোখেল মেমরিয়াল গার্লস স্কুলের প্রিন্সিপাল ইন্দ্রাণী মিত্র বলেন, “এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রশ্নপত্রের নমুনা ডাউনলোড করার অনুরোধ করব ছাত্রছাত্রীদের”।
প্রসঙ্গত, অনেক বাড়ির ছেলেমেয়েরাই সিবিএসই বোর্ডে পড়াশোনা করছেন। ফলে বোর্ডের তরফে আসা এমন মেসেজ দেখে তা বিশ্বাস করে নেন তারা। স্যাম্পেল প্রশ্নপত্র পাওয়ার জন্য কিছু না বুঝেই মেসেজে পাঠানো লিঙ্কে ক্লিক করে ফেলেন অনেকেই। আর এর জেরে একাধিককেই আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।