রাজ্য

র‍্যাগিং সর্বত্র! আগেয়াস্ত্র দেখিয়ে পোশাক খুলতে বাধ্য, ছোটো পড়ুয়াদের র‍্যাগিংয়ের অভিযোগ ৫ সিনিয়রদের বিরুদ্ধে, চাঞ্চল্য কৃষ্ণনগরে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর রেশ এখনও কাটে নি। এই মৃত্যুতে উঠে এসেছে র‍্যাগিংয়ের অভিযোগ। আর এরপর থেকেই রাজ্যের নানান স্কুল, কলেজ থেকে র‍্যাগিংয়ের খবর মিলছে। এবার র‍্যাগিংয়ের অভিযোগ এল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে। অভিযুক্ত ৫ ছাত্র।

কী ঘটেছে ঘটনাটি?

এই ঘটনার সূত্রপাত শিক্ষক দিবসের দিন। জানা গিয়েছে, ওই দিন দ্বাদশ শ্রেণীর পাঁচ ছাত্র ক্লাসরুমের মধ্যে বসেই ধূমপান করছিল। অভিযোগ, স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল তারা। ছোটো ক্লাসের পড়ুয়াদের জোর করে পোশাক খুলতে বাধ্য করে তারা।

অভিযোগ, আগেয়াস্ত্র দেখিয়ে ছোটো ছোটো পড়ুয়াদের পোশাক খুলে নেয় ওই ৫ সিনিয়র। এই বিষয়টি বাড়িতে গিয়ে জানায় ওই পড়ুয়ারা। এরপরই স্কুলে জড়ো হন ওই পড়ুয়াদের অভিভাবকরা। অভিযোগ জানানো হয় স্কুলে।  

কী জানায় স্কুল?

অভিভাবকদের অভিযোগ পেয়েই সমস্ত শিক্ষকদের নিয়ে বৈঠক করেন ওই স্কুলের প্রধান শিক্ষক। এই বৈঠকের পর অভিযুক্ত পাঁচ ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গিয়েছে, তারা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছে।

ছাত্রদের জিজ্ঞাসাবাদের পরই এই ঘটনায় কড়া পদক্ষেপ নেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুলের তরফে জানানো হয়েছে যে স্কুলের পরিবেশ যাতে নষ্ট না হয়, সেই কারণে ওই পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফে এও জানানো হয়েছে , ভবিষ্যতে যদি কেউ এমন অপরাধমূলক কাজ করে, তাহলে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button
%d bloggers like this: