রাজ্য

পুলিশের গাড়ির চাকায় পিষে মৃত্যু ১৫ বছরের কিশোরের, পুলিশ কর্মীদের মারধর ক্ষিপ্ত জনতার, রণক্ষেত্র এলাকা

পুলিশের গাড়ির চাকায় পিষে গেল তিনজন। এদের মধ্যে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের। এই ঘটনায় মঙ্গলবার ভোররাতে পুলিশের গাড়িতে ভাঙচুর, পুলিশ কর্মীদের মারধরের অভিযোগ উঠল ক্ষিপ্ত গ্রামবাসীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয়েছে র‍্যাফ। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানা এলাকার কুলগাছি গ্রামে। সূত্রের খবর মঙ্গলবার ভোররাতে ধানতলার কুলগাছি এলাকায় হানা দেয় পুলিশ বাহিনী। সেখানে অভিযান চলাকালীন পুলিশের গাড়ির চাকায় তিনজন পিষ্ট হয় বলে খবর।

এদের মধ্যে ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে ফুঁসে ওঠে গ্রাম। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ কর্মীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। কুলগাছি গ্রামে পুলিশ-জনতার মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

পুলিশ সূত্রে খবর, গরু চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ পেয়েছিলেন তারা। সেই কারণেই হানা দেন ওই গ্রামে। তাদের কথায়, অন্ধকার গ্রাম ছেড়ে দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরোনোর সময় গাড়িতে ধাক্কা লাগে দু’জনের। আহত হয়েছেন তারা। তবে চাকায় পিষে মৃত্যুর ঘটনা স্বীকার করে নি পুলিশ। ধানতলা থানা এলাকার কুলগাছি গ্রামে এখন পরিস্থিতি খুবই উত্তপ্ত। এলাকায় র‍্যাফ ও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য।

Back to top button
%d bloggers like this: