রাজ্য

এবার বালি ব্রিজে নজর পাকিস্তানের? বালি ব্রিজ উড়িয়ে দেওয়ার ছক আইএসআই-য়ের, পাক চরকে গ্রেফতার করে মিলল চাঞ্চল্যকর তথ্য

এবার বালি ব্রিজকে টার্গেট করতে চাইছে পাকিস্তান? এক পাক চরকে গ্রেফতার করে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল কলকাতা পুলিশের এসটিএফ। ভক্তবংশী ঝাঁ নামে একজনকে গ্রেফতার করে জেরা করছে পুলিশ। তার কাছেই ছবি-সহ নানান তথ্য মিলেছে। পুলিশ সূত্রে খবর, ওই ধৃত বালি ব্রিজের ছবি আইএসআই-কে পাঠিয়েছিল।

জানা গিয়েছে, ওই ধৃত ভক্তবংশী ঝাঁ-র হোয়াটসঅ্যাপ ঘেঁটে অনেক নথি মিলেছে। সেখানেই মিলেছে বালি ব্রিজের ছবি। ধৃত জানিয়েছে, হানিট্র্যাপে ফাঁদে ফেলা পাক তরুণী নাকি তাকে এই ছবি পাঠিয়েছে।

কী নথি পেল এসটিএফ?

কোনও নাশকতার ছক কষার আগেই ওই পাক চর ভক্তবংশী ঝাঁ-কে এসটিএফ আধিকারিকরা গ্রেফতার করেন। বালি ব্রিজ ছাড়াও কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গার ছবি তাকে তুলে পাঠানোর নির্দেশ দেয় আইএসআই। তার জন‌্য ধৃত অভিযুক্ত প্রস্তুতিও নেয়। তবে বালি ব্রিজের ছবি তুলে কেন ওই যুবক পাকিস্তানে পাচার করে, এবার সেই তথ‌্য গোয়েন্দারা জানার চেষ্টা করছেন।

নানান কোণ থেকে ওই ছবি ও ওই সেতু সম্পর্কে বিস্তারিত তথ‌্য হাতে পাওয়ার পর আইএসআই নাশকতার ছক কষতে পারে, এমন সম্ভাবনা গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না। নাশকতার জন‌্য অনেক সময়ই আইএসআই পাক অথবা বাংলাদেশি জঙ্গি সংস্থার সাহায‌্য নেয়। তাই ছবি পাচারের তথ‌্য হাতে পাওয়ার পর এবার বালি ব্রিজের নিরাপত্তার উপর জোর দিয়েছে হাওড়া ও বারাকপুর কমিশনারেটও।

কী জানাল এসটিএফ?

এসটিএফ সূত্রে খবর, দিল্লিতে থাকাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলেছে ভক্তবংশী। তার মধ্যে সেখানকার বেশ কিছু সেতু রয়েছে। রাজধানীতে ক্যুরিয়ার কোম্পানিতে কাজ করার সময় সেখানকার কর্মীদের মাধ্যমে নানান ব্রিজের সম্পর্কে তথ্য জোগাড় করত ভক্তবংশী। সেইসব ছবি পাঠানো হত আইএসআইকে। তার পাঠানো হোয়াটসঅ্যাপের ছবি ‘রিট্রিভ’ করে  দেখা যায় বালি ব্রিজের ছবি পাঠিয়েছে ভক্তবংশী। সেটি গিয়েছে ওই পাক তরুণীর নম্বরে।

ওই অভিযুক্ত জেরাতে জানায়, পাকিস্তান থেকে তাকে কলকাতার নানান ব্রিজের ছবি তুলে পাঠাতে বলা হয়েছিল। কী ধরণের নিরাপত্তা সেখানে রয়েছে না রয়েছে, তা দেখতে বলা হয়েছিল। এরপরই জানা যায়, বালি ব্রিজ উড়িয়ে দেওয়ার ছক কষছিল পাকিস্তান। এই কারণে নিরাপত্তা বাড়ানো হল বালি ব্রিজের।

Back to top button
%d bloggers like this: