রাজ্য

অভিষেকের কথা উঠতেই বিরক্তি প্রকাশ পার্থর, পাল্টা বললেন, আমি ৩০০ দিন ধরে জেলবন্দি, সেটা নিয়ে কিছু বলুন’

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। কিন্তু সেই প্রশ্ন শুনেই রীতিমতো বিরক্তি প্রকাশ করলেন তিনি। প্রশ্ন এড়িয়েও গেলেন। পাল্টা প্রশ্ন করে জানতে চাইলেন তিনি যে এতদিন ধরে জেলবন্দি, কোনও বিচার হচ্ছে না, সেটার কী ভবিষ্যৎ?

আজ, সোমবার বিচার বিভাগীয় জেল হেফাজত শেষ হয় নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের। পরবর্তী শুনানির জন্য এদিন আদালতে পেশ করা হয় তাঁকে। গত শনিবার এই নিয়োগ সংক্রান্ত এক মামলাতেই সিবিআইয়ের দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আদালত চত্বরে সেই নিয়েই প্রশ্ন করা হয়েছিল পার্থকে।

এদিন পুলিশের গাড়ি পার্থকে নিয়ে আদালত চত্বরে পৌঁছতেই অভিষেককে নিয়ে তাঁর মতামত জানতে চান সাংবাদিকরা। কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে ন’ঘণ্টা ধরে জেরা করেছে সিবিআই আর জেরার পর অভিষেক বলেন, “রেজাল্ট জিরো”। এই দুটি কথা বলা হয় পার্থর উদ্দেশে। এদিন গাড়ি থেকে নামার সময় এই কথাদুটি শোনেন পার্থ।  

গাড়ি থেকে নেমে জবাব দেন তিনি। তবে জবাব দেওয়ার সময় দৃশ্যতই বিরক্তি ঝরে পড়ে তাঁর গলায়। পার্থ বলেন, “আরে আমরা ৩০০ দিনের উপরে বিনা বিচারে আছি, সেটা নিয়ে বলুন। ৩০০ দিনের উপর বিনা বিচারে আছি আমি একজন বন্দি”।

অভিষেককে নিয়ে কোনও মন্তব্য করেন নি তিনি। একদা দলের ঘনিষ্ঠ অভিষেক প্রসঙ্গে প্রশ্ন এড়িয়ে যান তিনি। বেশিরভাগ সময়ই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে দলের কথা বলেছেন। তাঁর এমন আচরণ বেশ চোখে লাগার মতোই বটে।

কারণ, এর আগে অভিষেকের নবজোয়ার কর্মসূচি প্রসঙ্গে পার্থ বলেছিলেন, “১০০ শতাংশ সফল এই কর্মসূচি”। আবার নবজোয়ার যাত্রার শুরুতে পার্থ এও বলেছিলেন, “আমি চাই অভিষেক সফল হোক”। আর আজ আদালত চত্বরে অভিষেকের প্রসঙ্গ এভাবে এড়িয়ে যাওয়ায় তা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে।

Back to top button
%d bloggers like this: