রাজ্য

আরও বিপাকে পার্থ! জেলবন্দি পার্থকে সরিয়ে বেহালা পশ্চিমকে নতুন বিধায়ক দেওয়া হোক, মুখ্যমন্ত্রীর কাছে আর্জি স্থানীয়দের

মন্ত্রিত্ব আর নেই। দলের সমস্ত পদ থেকেও বরখাস্ত করা হয়েছে তাঁকে। থাকার মধ্যে রয়েছে একমাত্র বেহালা পশ্চিমের বিধায়ক পদটি। তবে এবার সেটাও হয়ত হাতছাড়া হতে চলেছে নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের। দীর্ঘদিন জেলবন্দি থাকায় এলাকা বিধায়ক শূন্য। এর জেরে বেশ সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের। সেই কারণে এবার বেহালা পশ্চিমে নতুন বিধায়ক আনার দাবী তুললেন তারা। এই নিয়ে আবেদন জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

আগামীকাল ১৫ই আগস্ট। প্রতি বছরই ১৪ই আগস্ট সন্ধ্যায় বেহালা ম্যান্টন এলাকায় যান মুখ্যমন্ত্রী। সেখানে ‘ফ্রিডম মিডনাইট’ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করেন তিনি। এই বছরও সেখানে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে গেলেই এলাকাবাসীরা মুখ্যমন্ত্রীকে এই আবেদন জানাতে পারেন।

কী দাবী এলাকাবাসীর?

এক স্থানীয় বাসিন্দার কথায়, “বেহালা পশ্চিম বিধায়কহীন সত্যি। এখানকার বহু মানুষ অ্যাটেস্টেট করানো হোক বা বিভিন্ন দরকারে বিধায়কের কাছে যেতেন। এক বছর ধরে এখানকার মানুষ বিধায়কের পরিষেবা পাচ্ছেন না। তাই আমাদের আবেদন বেহালা পশ্চিমকে একটা বিধায়ক দেওয়া হোক”

অন্য এক বাসিন্দা বলেন, “বিধায়ক হিসাবে পার্থ চট্টোপাধ্যায় নেই খুবই বেদনাদায়ক। কিন্তু এখন উনি না থাকায় আমাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সার্টিফিকেট থেকে শুরু করে অ্যাটেস্টেট করানো যাবতীয় কাজ আটকে যাচ্ছে। খুব সমস্যা হচ্ছে। তাই বেহালা পশ্চিমে বিধায়ক আসুক দাবী জানাচ্ছি”।

উল্লেখ্য, গত বছর ২৩শে জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি-র যাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে দল ও মন্ত্রিত্বের সমস্ত পদ হারান তিনি। তবে এখনও বেহালা পশ্চিমের বিধায়ক হিসেবে তাঁর নামই রয়েছে। তবে এবার মনে হচ্ছে, সেই পদটিও খোয়ানোর দিকে।  

Back to top button
%d bloggers like this: