WB Election 2021: নির্বাচন কমিশনে অভিযোগের পরই টনক নড়ল পুলিশের, কাদাপাড়ায় বিজেপি রথ ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৫

কাদাপাড়ায় বিজেপির পরিবর্তন রথে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পুলিশ গ্রেফতার করল পাঁচজন অভিযুক্তকে। আজ, রবিবার আদলতে তোলা হবে এই অভিযুক্তদের।
গত শুক্রবার রাতে কাদাপাড়ায় একটি গোডাউনে রাখা বিজেপির পরিবর্তন রথে হামলা চালায় ১৫-২০ জনের একটি দল। রথে ভাঙচুর করা হয়। ছিঁড়ে ফেলা হয় ট্যাবলো, বিজেপি পোস্টার। এমনকি, এলইডি স্ক্রিন, ল্যাপটপ, মোবাইল চুরির অভিযোগও ওঠে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। গোডাউনের নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ভেঙে ফেলা হয় রথের ভেতরে থাকা এলইডি স্ক্রিন। এই ঘটনায় ফুলবাগান থানায় অভিযোগ জানানো হয়।
আরও পড়ুন- পুলিশের পক্ষপাত ও বিজেপির রথে তৃণমূলের হামলা নিয়ে সরব বিজেপি, আবেদন নির্বাচন কমিশন দফতরে
কিন্তু অভিযোগ, থানায় অভিযোগ করার পরও থানার ওসি এই বিষয়ে তেমন কোনও আমল দেননি। এই কারণে বিজেপির প্রতিনিধিদের দল দ্বারস্থ হয় নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানানো হয় যে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। এও অভিযোগ জানানো হয় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছে। তার উপর তাদের বিরুদ্ধে অভিযোগে চুরির কথা উল্লেখ করেনি। সেই নালিশের পরই গতকাল শনিবার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন- ফের বিজেপির পরিবর্তন রথে হামলা, ভাঙচুর! ঘটনাকে ঘিরে উত্তপ্ত কাদাপাড়া, সন্দেহ শাসকদলের দিকে
গতকাল এই ঘটনার পরিদর্শনে যান প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা। তিনি বলেন, রাজ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে একদল লোক বিজেপির রথের আশেপাশে ঘুরতে দেখা গিয়েছে। এই একই সুর টেনে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, পাড়ায় পাড়ায় দূত পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরাই পাড়ায় হিংসা ছড়াচ্ছে।