WB Election 2021: ফের বিজেপির পরিবর্তন রথে হামলা, ভাঙচুর! ঘটনাকে ঘিরে উত্তপ্ত কাদাপাড়া, সন্দেহ শাসকদলের দিকে

একদিকে যখন একুশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হল, ঠিক সেদিনই ফের একবার বিজেপির রথে হামলা ও ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হল কাদাপাড়া। এই নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যেয় প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে তৃণমূলের কর্মীরাই এই ভাঙচুর চালিয়েছে। তবে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
অভিযোগ, গতকাল রাতে কাদাপাড়ার একটি গোডাউনে হামলা করে ১০-১৫ জন। সেখানেই রাখা ছিল বিজেপির পরিবর্তন রথ। এই রথে ঝোলানো ছিল বিজেপির ট্যাবলো। হঠাৎই ওই হামলাকারীরা গোডাউনে ঢুকে পরে ভাঙচুর শুরু করে রথে। ছিঁড়ে ফেলা হয় বিজেপির ব্যানার, পোস্টার, ট্যাবলো। হামলায় বাধা দিতে গেলে গোডাউনের নিরাপত্তারক্ষীকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই সঙ্গে ঘটনাস্থলে থাকা আরও এবশ কিছুজনকেও মারধর করা হয়। বিজেপির দাবী, তৃণমূলের মদতেই এই হামলাকারীরা ভাঙচুর চালায়।
আরও পড়ুন- বাংলায় কোন কেন্দ্রে কবে ভোট দেখে নিন এক ঝলকে
এই ঘটনায় ইতিমধ্যেই ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির তরফে দাবী করা হয়েছে যে অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান বিজেপি নেতা সব্যসাচী দত্ত। স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। বিজেপির এই রথ ভাঙচুর নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যদি দোষীদের চিহ্নিত করা যায়।
আরও পড়ুন- জিততে বঙ্গ, সর্বশক্তি নিয়ে রাজ্যে আসছে পদ্ম! মার্চে একযোগে রাজ্য সফরে যোগী-শাহ্
ভোটের দিনক্ষণ প্রকাশের দিনেই এমন এক ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। বিজেপির দাবী, এদিন এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতেই এই হামলা করা হয়েছে। এদিন বাংলা-সহ মোট পাঁচ রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার মোট আট দফায় ভোট হবে বাংলায় যা নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগণা জেলায় ভোট হবে তিন দফায়। এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো।