পুলিশ কর্মীর মেয়ের পরিচয় দিয়ে জুলুমবাজি, টোটোচালককে হেনস্থা ও মারধর, পুলিশের জালে মহিলা, শোরগোল সোদপুরে

টোটোতে যাওয়া নিয়ে বচসা। নিজেকে পুলিশ কর্মীর মেয়ের পরিচয় দিয়ে টোটো চালককে হেনস্থা ও মারধরের অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান টোটো চালকরা। ওই মহিলাকে আটক করে পুলিশ।
কী ঘটেছিল ঘটনাটি?
জানা গিয়েছে, সোদপুর স্টেশন রোডে টোটো স্ট্যান্ড থেকে বিটি রোড স্বদেশী মোড় যাওয়ার জন্য টোটোতে ওঠেন এক মহিলা যাত্রী ও তাঁর বাবা। গন্তব্যে যাওয়ার সময় ওই টোটোচালক বলেন এলাকায় জল জমে রয়েছে। সেই রাস্তা দিয়ে নিয়ে গেলে টোটো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগ, সেই সময় ওই মহিলা নিজেকে পুলিশ কর্মীর মেয়ে বলে পরিচয় দেন। অশ্রাব্য ভাষায় গালাগালি করেন চালককে। জলের মধ্যে দিয়েই নিয়ে যেতে টোটোচালককে বাধ্য করেন ওই মহিলা।
এরপরই টোটো স্ট্যান্ডে ফিরে আসেন ওই টোটো চালক। কিন্তু টোটো স্ট্যান্ডে গিয়েও ওই যাত্রী মহিলা টোটো চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তাঁকে মারধরও করেন বলে অভিযোগ। এমনকি টোটো চালককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মহিলার বিরুদ্ধে।
এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায় আহত টোটোচালককে নিয়ে খড়দহ বলরাম হাসপাতালে যান অন্যান্য টোটো চালকরা। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। পুলিশকে দেখেই বিক্ষোভ দেখান বাকি টোটো চালক ও এলাকাবাসীরা।
ঘটনাস্থলে আসে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। এক টোটো চালকের, তারা আতঙ্কিত। পুলিশ আধিকারিকের মেয়ে বলে তাদের উপর অত্যাচার নেমে আসতে পারে ভবিষ্যতে, এমনটাই আশঙ্কা করছেন তাঁরা। ঘটনার পরে পুলিশকর্মীর মেয়ে পরিচয় দেওয়া ওই মহিলা যাত্রীকে আটক করে নিয়ে যায় খড়দহ থানার পুলিশ।