ফের জঙ্গি সন্দেহে গ্রেফতার! হাওড়া থেকে কোচবিহারের যুবককে আটক করল রাজ্য পুলিশের এসটিএফ

ফের জঙ্গি সন্দেহে এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। আজ, শনিবার হাওড়া থেকে গ্রেফতার করা হয় নান্নু মিঞা নামে কোচবিহারের ওই যুবককে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা ছাড়াও ইউপিএ অর্থাৎ দেশদ্রোহ ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে আদালতে পেশ করা হতে পারে।
সূত্রের খবর, ২০২২ সালের আগস্ট মাসে শাসন থানায় একটি মামলা রুজু হয়। সেই মামলার তদন্ত করতে গিয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায় রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। সেই সময়ই নান্নু মিঞার সম্পর্কে খবর পান গোয়েন্দারা।
কোচবিহারের দিনহাটার বছর চল্লিশের নান্নুর সঙ্গে নানান জঙ্গি সংগঠনের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর গোপন সূত্রে খবর পেয়ে আজ, শনিবার সকালে হাওড়া থেকে গ্রেপ্তার করা হয় নান্নুকে।
এসটিএফের অনুমান, আল কায়দা ও বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির সঙ্গেই যোগাযোগ রয়েছে নান্নুর। সীমান্তবর্তী এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে সীমান্তে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয় সে। সম্প্রতি, হুগলি থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছিল এক যুবককে।
জানা গিয়েছে, সে যুবককে জেরা করেই খোঁজ মেলে দিনহাটার বাসিন্দা নান্নু মিঞার। কোন কোন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ রয়েছে তার, তা আজানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। আজ ওই যুবককে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে পুলিশ।