রাজ্য

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গিয়েছিল, কত টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন? জানতে ১০ জন অযোগ্য কর্মীকে তলব সিবিআইয়ের

নয়া মোড় এবার নিয়োগ দুর্নীতি মামলায়। নিয়োগ দুর্নীতির জেরে গ্রুপ সি-র অযোগ্য কর্মীদের এবার তলব করল সিবিআই। জানা যাচ্ছে, চাকরিচ্যুতদের মধ্যে ১০ জনকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সোমবার অর্থাৎ ১ মে থেকে পরপর কয়েকদিন এই ১০ জনের প্রত্যেককে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে। গতকাল, শুক্রবার সন্ধ্যায় এমনই নোটিশ পাঠানো হয়েছে সিবিআইয়ের তরফে।

সিবিআই সূত্রে খবর, গোয়েন্দারা মূলত জানতে চাইছেন এই ‘অযোগ্য’ চাকরি প্রাপকরা কাদের মাধ্যমে চাকরি পেয়েছিলেন। চাকরির বিনিময়ে কত টাকা দিয়েছিলেন তারা? শুধু তাই নয়, সেই টাকার লেনদেন কীভাবে হয়েছিল? কতদিন আগে হয়েছিল? কোন এজেন্টের মাধ্যমে হয়েছিল?

এই সমস্ত বিষয়গুলি তথ্য-প্রমাণের মাধ্যমে হাতে পাওয়ার জন্যই এই সকল অযোগ্য চাকরি প্রাপকদের তলব করেছে সিবিআই। তাদের জিজ্ঞাসাবাদ করতে চাইছেন গোয়েন্দারা। সেই মর্মেই হাইকোর্টের নির্দেশে বরখাস্ত হওয়া এই দশজনকে ডেকে পাঠিয়েছে সিবিআই।

বলে রাখি, চরম নিয়োগ দুর্নীতির অভিযোগে নবম-দশম শ্রেণীর গ্রুপ সি-তে চাকরিরত ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উত্তরপত্রে কারচুপির অভিযোগে এই নির্দেশ দেন বিচারপতি।

হাইকোর্ট সেই সময় স্পষ্ট জানিয়ে দেয় যে চাকরি বাতিল হওয়া কেউ স্কুলে ঢুকতে পারবেন না না স্কুলের কোনও জিনিসে হাত দিতে পারবেন না। সেই মর্মেই এই ৮৪২জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই চাকরিহারাদের বেতন ফেরতের বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়।a

Back to top button
%d bloggers like this: