বৃষ্টির ইনিংস শেষ! ফের ফিরছে ভ্যাপসা গরম, ফের হাওয়া বদলের কথা জানাল আবহাওয়া দফতর

ভাদ্র মাস শুরু হতেই প্যাচপ্যাচে গরমে নাভিশ্বাস উঠেছিল বঙ্গবাসীর। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে সেই গরম থেকে মিলেছিল মুক্তি। তবে এই স্বস্তি বেশিদিনের নয়। ফের হাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। এবার কমবে বৃষ্টি, সপ্তাহান্তেই বাড়বে তাপমাত্রা। আর এর সঙ্গেই আর্দ্রতাজনিত অস্বস্তিও ফের বাড়বে।
কী জানাচ্ছে হাওয়া অফিস?
হাওয়া অফিস সূত্রের খবর, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা ইতিমধ্যেই শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। সেই ঘূর্ণাবর্ত অবস্থান করছে রাজ্য থেকে অনেকটা দূরে দক্ষিণ ওড়িশা উপকূলে। দক্ষিণ ওড়িশা উপকূল থেকে ওড়িশা ছত্রিশগড়ের উপর দিয়ে উত্তরপ্রদেশ পর্যন্ত যাবে এটি। এর জেরে পরোক্ষ প্রভাবে বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলাই থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আজ, বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াল। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭০ থেকে ৯৩ শতাংশ। বৃষ্টি হয়েছে ৯.৯ মিলিমিটার। আজ কলকাতায় বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। আগামী দু’দিন তাপমাত্রা একই রকম থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। তবে শনি ও রবিবার তাপমাত্রা বাড়বে। আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরে না যাওয়া পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে না বলেই জানা গিয়েছে।