ফের র্যাগিং, এবার শিকার নবম শ্রেণীর ছাত্র, চোখে লঙ্কাগুঁড়ো, জোর করে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ, চাঞ্চল্য রানিগঞ্জের স্কুলে

কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় র্যাগিংয়ের অভিযোগ ওঠে। এরপর থেকেই নানান স্কুল ও কলেজ থেকে নানান র্যাগিংয়ের ঘটনার কথা শোনা যাচ্ছে। এবার এই অভিযোগ এল রানিগঞ্জের এক হাইস্কুল থেকে। সেখানে এক নবম শ্রেণীর ছাত্রকে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে তারই সহপাঠীদের বিরুদ্ধে।
নিজের সহপাঠীদের র্যাগিংয়ের শিকার নবম শ্রেণীর পড়ুয়া। চোখে লঙ্কার ছেটানো ও জোর করে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ উঠেছে ওই ছাত্রের সহপাঠীদের বিরুদ্ধে। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়ায়। স্কুল কর্তৃপক্ষের দাবী, অভিযোগ পাওয়ার পরই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। অভিযুক্ত ছাত্রদের আটক করে পুলিশ।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
স্কুল ও পুলিশ সূত্রে খবর, স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে বাইরে গিয়েছিল তিন ছাত্র। সে কথাই ক্লাস টিচারকে জানিয়ে দিয়েছিল ওই নবম শ্রেণীর ছাত্র। এর জেরে তার ওই সহপাঠী কয়েকজন ছাত্র মিলে ওই ছাত্রকে চরম শাস্তি দেয়।
অভিযোগ, স্কুল ছুটির পর রাস্তার ধারে ওই ছাত্রকে একা পেয়ে তার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। মারধর করা হয় ওই ছাত্রকে। পুলিশকে ওই ছাত্র জানিয়েছে, “ওদের তিনজনের মুখে মুখোশ পরা ছিল। ব্যাপকভাবে মারধর করার পর ওরা জোর করে আমার মুখে প্রস্রাবও করে”।
সহপাঠীরা স্কুলের বাইরে গিয়েছে তা জানানোর পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা স্কুল কর্তৃপক্ষ। ওই ফুটেজ দেখে তিনজনকে চিহ্নিত করা হয়। তাদের শাস্তি দেয় স্কুল। মনে করা হচ্ছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্যই অত্যাচার চালানো হয় ওই নবম শ্রেণীর ছাত্রের উপর।
পড়ুয়াদের মধ্যে এমন অপরাধপ্রবণ মানসিকতা তৈরি হওয়া নিয়ে বেশ উদ্বেগের মধ্যে সংশ্লিষ্ট স্কুল। যে ছাত্রটি র্যাগিংয়ের শিকার হয়েছে, সে মানসিকভাবে বেশ ভেঙে পড়েছে। জানা গিয়েছে, এই কারণে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হচ্ছে।